ব্যাংককে স্বর্ণপদক জিতলেন নাঈম

ব্যাংককে স্বর্ণপদক জিতলেন নাঈম

  • ক্যাম্পাস ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘দ্যা সেঞ্চুরিয়ান ক্লাসিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশীপে’ বাংলাদেশি প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী মোহম্মদ নাঈম স্বর্ণপদক জিতেছেন। গত ১৯ মার্চ ব্যাংককে অনুষ্ঠিত বাংলাদেশ সময় সকাল ১১টায় ফাইনালে থাইল্যান্ডের নিকোন জে গরলিকে ৬৮-৭৮ কেজিতে পরাজিত করে এই গৌরব অর্জন করেন বলে জানান তার কোচ কামরুজ্জামান চঞ্চল।

থাইল্যান্ড থেকে মোবাইল ফোনে তিনি জানান, রোববার সকালে অনুষ্ঠিত খেলায় বিভিন্ন দেশের ২২৫ জন অংশগ্রহণ করেন। ফাইনালে থাইল্যান্ডের খেলোয়াড়কে পরাজিত করে আমাদের নাঈম। সত্যিই খুব ভালো লাগছে। এখানে আমরা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি।

এ সময় তিনি জানান, আমরা মূলত ২৫ ও ২৬ মার্চ তারিখে অনুষ্ঠিত প্রিন্সেস কাপ আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এসেছিলাম। কিন্তু এসেই দেখি ‘দ্যা সেঞ্চুরিয়ান ক্লাসিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশীপ’ হচ্ছে, তাই এই খেলায় অংশগ্রহণ করি। আশা করি প্রিন্সেস কাপেও ভালো করতে পারবো।favicon59-4

Sharing is caring!

Leave a Comment