এসমাম আহমেদ পেলেন আমেরিকান প্রেসিডেন্ট শিক্ষা পুরস্কার
- ক্যাম্পাস ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী এসমাম আহমেদ পড়ালেখায় তার অসামান্য সাফল্যের জন্য আমেরিকার ‘প্রেসিডেন্ট শিক্ষা পুরস্কার’ লাভ করেছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত সনদপত্র তার হস্তগত হয়েছে।
আটলান্টিক সিটিতে বসবাসরত সোহেল আহমেদ ও কুলসুমা ফেরদৌসীর জ্যৈষ্ঠ পুত্র এসমাম আহমেদ ছোটবেলা থেকেই মেধাবী। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এসমাম আহমেদ আটলান্টিক সিটির রিচমণ্ড অ্যাভিনিউ স্কুল থেকে অষ্টম গ্রেডের গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। এসমাম আহমেদ পড়ালেখার পাশাপাশি আইস স্কেটিং, ফুটবল ও বাস্কেটবল খেলায়ও বেশ পারদর্শী। অবসরে সে কমিউনিটি সার্ভিসে অংশ নেয়, খেলাধুলা করে। এসমাম আহমেদ ‘ন্যাশনাল জুনিয়র অনার সোসাইটি’র একজন গর্বিত সদস্য। আগামী সেপ্টেম্বরে সে আটলান্টিক সিটি হাই স্কুলে নবম গ্রেডের ক্লাস শুরু করবে। এসমাম আহমেদের পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেট বিভাগের কুলাউড়ায়। তার সাফল্যের পেছনে বাবা-মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকার আন্তরিক সহযোগিতা বেশ বড় ভূমিকা রেখেছে।