ডিআইইউ এয়ার রোভার স্কাউট নিসার ভারত সফর
- ক্যাম্পাস ডেস্ক
বাংলাদেশ স্কাউটস এর গার্লস ইন স্কাউটিং বিভাগের আয়োজনে গত ২৬ জুন ভারতে শিক্ষাসফরে গিয়েছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভারমেট নুসরাত জাহান নিসা। সাত দিনব্যাপী এই শিক্ষাসফরে নিসার সঙ্গে আরও ছিলেন বাংলাদেশের স্কাউট গ্রুপের ৩ জন গার্ল ইন স্কাউট, রোভার স্কাউটের ৩ জন গার্ল ইন রোভার এবং ২ জন অ্যাডাল্ট লিডার।
সাত দিনের এই সফরে তারা দার্জিলিং, তাজিং রক, চা বাগান, পদ্মজা নাইডু হিমালয়ান জ্যুলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট ও মিউজিয়াম, ঐতিহাসিক লালকুঠি, জাপানিজ টেম্পল, পেস প্যাগোডা, টাইগার হিল, রক গাডেৃন, কালিম্পং শহর, নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার ইত্যাদি দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব নির্মাণ এবং স্কাউট কার্যক্রমে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস প্রতিবছর এধরনের শিক্ষা সফরের আয়োজন করে থাকে।