ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এয়ার রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপন কর্মসূচি

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এয়ার রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপন কর্মসূচি

  • ক্যাম্পাস ডেস্ক

বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন) উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভাররা। আজ বৃহস্পতিবার (১০ জুন) এ কর্মসূচীর অংশ হিসেবে ড্যাফোডিল স্মার্ট সিটির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ২০টি ফলজ বৃক্ষের চারা রোপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক, ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজি, ঊর্ধ্বতন সহকারি পরিচালক কাজী মোহাম্মদ দিলজেব কবীর, সহকারী পরিচালক ফারহানা রহমানসহ বেশ কিছু সংখ্যক রোভার।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এয়ার রোভার গ্রুপ নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি যেমন ট্রাফিক আইন মেনে চলা, রক্তদান, বন্যার্তদের ত্রাণ বিতরণ, শীতার্তদের কম্বল বিতরণ ইত্যাদি পালন করেন থাকে। বৃক্ষরোপন কর্মসূচিও তেমনই একটি কর্মসূচি।

Sharing is caring!

Leave a Comment