ডিআইইউ এয়ার রোভার স্কাউট সদস্যদের পিআরএস অর্জন

ডিআইইউ এয়ার রোভার স্কাউট সদস্যদের পিআরএস অর্জন

  • সাইফুল ইসলাম খান

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের ২ জন রোভার স্কাউট সদস্য। মঙ্গলবার বাংলাদেশ স্কাটস’র উপ-পরিচালক (প্রোগ্রাম) এ এইচ এম শামছুল আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। মনোনীত রোভার স্কাউটসরা হলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নাজমুল হাছান ও জুঁই রায়। বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের ইতিহাসে প্রথম গার্ল ইন রোভার হিসেবে জুঁই রায় এবং দ্বিতীয়বারের মতো নাজমুল হাছান পিআরএস অর্জন করেন। 

রোভার স্কাউটসদের জন্য পিআরএস বাংলাদেশ স্কাউটসের অত্যন্ত সম্মানজনক এবং সর্বোচ্চ অ্যাওয়ার্ড। বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি পিআরএস প্রাপ্তদের সনদ প্রদান করেন। একজন রোভারের জন্য এটি একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রত্যেক রোভারের স্বপ্ন থাকে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করার। আর এটি অর্জনের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও নিয়মিত স্কাউটিং কার্যক্রম।

নাজমুল হাছান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের সদস্য হিসেবে এটা আমাদের জন্য একটি বড় অর্জন। আমরা স্কাউট আন্দোলনের মূলমন্ত্র ও আত্মমর্যাদাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। পিআরএস’র জন্য মনোনীত হতে যারা আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জুঁই রায় বলেন, এই অর্জনে আমি অত্যান্ত আনন্দিত ও গর্বিত। আশা করি সামনের দিনগুলোতেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের সদস্যরা অর্জনের এই ধারা অব্যাহত রাখবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সৃষ্টিকর্তা, পরিবার, লিডারবৃন্দ এবং অন্যান্য সদস্যদের প্রতি যাদের সহযোগীতায় আমি পৃথিবীকে যেমন পেয়েছি তার থেকে সুন্দর করে রেখে যাওয়ার আন্দোলনের অংশ হতে পেরেছি।

Sharing is caring!

Leave a Comment