এ যেন মুক্তপেশাজীবীর মিলনমেলা

এ যেন মুক্তপেশাজীবীর মিলনমেলা

নিউজ ডেস্ক : রাজধানীর কৃষিবিদ মিলনায়তন যেন আক্ষরিক অর্থেই ‘ঠাই নাই ঠাই ছোট এ তরী’! হবেই বা না কেন? এখানে যে এক হাজারের বেশি মুক্তপেশাজীবী (ফ্রিল্যান্সার) জড়ো হয়েছিলেন সেদিন। সেদিন মানে ৮ ডিসেম্বর ২০১৫। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে ‘ফ্রিল্যান্সার্স মিট-২০১৫’ অনুষ্ঠিত হয়েছিল এ মিলনায়তনে।

বলার অপেক্ষা রাখে না, সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কৃষিবিদ মিলনায়তন যেন হয়ে উঠেছিল মুক্তপেশাজীবীদের মিলনমেলা। অনুষ্ঠানে যোগ দেওয়া তরুণ ফ্রিল্যান্সাররা পরস্পরের সঙ্গে আলোচনা করেছেন নিজেদের পেশা নিয়ে। তারা শুনেছেন দেশের শীর্ষস্থানীয় তথ্য-প্রযক্তিবিদ ও ফ্রিল্যান্সারদের পরামর্শ। এবং দিন শেষে ৭৭জন ফ্রিল্যান্সার বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কারও বগলদাবা করে ফিরেছেন ঘরে। পুরষ্কারগুলো দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি।

এদিন পুরষ্কার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তিনি বলেন, ‘বর্তমানে দেশে পুরুষের তুলনায় নারী ফ্রিল্যান্সাররা বেশী আয় করছে। এজন্য আউটসোর্সিং পেশায় অধিক সংখ্যক নারী ফ্রিল্যান্সারের অংশগ্রহণ বাড়াতে হবে।’

এ ব্যাপারে সরকারও আন্তরিক উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও জানান, ‘তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা বাড়াতে সরকার ‘‘আর্ন এন্ড পে’’ নামে একটি নতুন কর্মসূচী হাতে নিয়েছে যাতে নতুন উদ্যোক্তাদের সিঙ্গেল ডিজিটের ঋণ সুবিধা দেওয়া হবে।’

মুক্তপেশাজীবী হওয়ার জন্য এটা নিঃসন্দেহে এক অনুপ্রেরণাদায়ী খবর। তাদের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস এলায়েন্সের (উইটসা) প্রেসিডেন্ট সান্তিয়াগো গোতিয়ারেজ। তিনি বলেন, ‘আমি নিজেও একজন ফ্রিল্যন্সার হিসেবে জীবনের অনেকটা সময় কাজ করেছি। তাই সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে ফ্যিল্যান্সার হিসেবেও সফল হওয় যায়।’ আগামী ২০২১ সালের উইটসা সম্মেলনের আয়োজক হবে বাংলাদেশ-এমন তথ্যও দেন তিনি। আর অনুষ্ঠানে মুল মুল প্রবন্ধও উপস্থাপন করেন উইটসা’র এই প্রেসিডেন্ট।

ফ্রিল্যন্সার মিট অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান। তিনি বলেন, ‘ফ্রিল্যানসারদের একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে তাহলেই সামগ্রীকভাবে দেশ ও সমাজ উপকৃত হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাকসেঞ্চার জাপানের সাবেক প্রেসিডেন্ট ক্লাইড উনো, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সভাপতি আহমেদুল হক ববি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান।favicon59

Sharing is caring!

Leave a Comment