চাকরির সুযোগ পরিবেশ ও বন মন্ত্রণালয়ে
ক্যারিয়ার ডেস্ক : বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের অধীনে পরিচালিত ‘সার্ভে অব ভাস্কুলার ফ্লোরা অব চিটাগং অ্যান্ড চিটাগং হিল ট্রাক্টস’ প্রকল্পে অস্থায়ীভাবে জনবল নিয়োগ দেবে পরিবেশ ও বন মন্ত্রণালয়। চারটি পদে মোট ২৩ জনকে চাকরি দেওয়া হবে।
ফিল্ড ইনভেস্টিগেটর
ফিল্ড ইনভেস্টিগেটর পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। উদ্ভিদবিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণির বিএসসিসহ এমএসসি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
হিসাবরক্ষণ কর্মকর্তা
বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন হিসাবরক্ষণ কর্মকর্তার একটি শূন্য পদে।
প্ল্যান্ট কালেক্টর কাম প্রসেসর
প্ল্যান্ট কালেক্টর কাম প্রসেসর পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে।  উদ্ভিদবিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির বিএসসি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
পদটিতে নিয়োগ দেওয়া হবে দুজনকে। এইচএসসি পাস ও কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন ১৫ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩০ জানুয়ারি-২০১৬।


 
	                
	                	
	            
 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	