সাউথইস্ট ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ
ক্যারিয়ার ডেস্ক : শিক্ষাজীবন শেষ করে যাঁরা ব্যাংকে ক্যারিয়ার শুরু করতে ইচ্ছুক, তাদের জন্য সুযোগ নিয়ে এলো সাউথইস্ট ব্যাংক। ট্রেইনি ক্যাশ অফিসার পদে সম্পূর্ণ অনভিজ্ঞ জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন ট্রেইনি ক্যাশ অফিসার পদে। আবেদনকারীদের বয়স ৩১ জানুয়ারি-২০১৬ তারিখে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
দুই বছর প্রবিশনকালের প্রথম বছর ১৭ হাজার টাকা এবং দ্বিতীয় বছর ২০ হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে। প্রবিশনকাল শেষে প্রার্থীদের জুনিয়র অফিসার পদে উন্নীত করা হবে। পদোন্নতির পর বেতন দেওয়া হবে ২৫ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা সাউথইস্ট ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে (www.southeastbank.com.bd) পদটিতে আবেদন করতে পারবেন। নির্ধারিত কাগজপত্রসহ আবেদন পাঠানো যাবে আগামী ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত।


 
	                
	                	
	            
 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	