২৬৯জনকে নিয়োগ দেবে কৃষক উন্নয়ন ফাউন্ডেশন
- ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১২ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এখানে আটটি পদে ২৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
১. ক্ষুদ্র কৃষক উন্নয়ন
ফাউন্ডেশন সহায়তা (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পে লোকবল নিয়োগ করা হবে:
উপ-আঞ্চলিক ব্যবস্থাপক: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে উপ-আঞ্চলিক ব্যবস্থাপক নেওয়া হবে ৬০ জনকে। এতে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ও কম্পিউটারে দক্ষ প্রার্থীরা এতে অগ্রাধিকার পাবেন। এ ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। আবেদনের নির্ধারিত বয়সসীমা ৩৫ বছর।
মাঠ সংগঠক: মাঠ সংগঠক পদে নিয়োগ পাবেন ১৮০ জন। উচ্চমাধ্যমিক পাস করেছেন এমন প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। ক্ষুদ্রঋণ বা দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে অভিজ্ঞতা এবং কম্পিউটারে পারদর্শীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের নির্ধারিত বয়সসীমা ৩৫ বছর।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: এই পদটিতে নিয়োগ পাবেন চারজন। এই পদের জন্য প্রার্থীকে স্নাতক পাস ও ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া আবেদনকারীকে কম্পিউটারে পারদর্শী হতে হবে। আবেদনের নির্ধারিত বয়সসীমা ৩৫ বছর।
হিসাবরক্ষক: একটি শূন্য পদে স্নাতক পাস ও ন্যূনতম তিন বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্ষুদ্রঋণ বা দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে অভিজ্ঞ ও কম্পিউটারে পারদর্শীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।
২. এ ছাড়া ফাউন্ডেশনের নিয়মিত পদ
সহকারী মহাব্যবস্থাপক: এই পদে নিয়োগ দেওয়া হবে একজন। পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত, পরিসংখ্যান, বাণিজ্য, সমাজবিজ্ঞান বা ব্যবসায় প্রশাসনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার অ্যান্ড মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। আবেদনের জন্য বয়সসীমা ৪০ বছর।
সহকারী ব্যবস্থাপক: এই পদের জন্য ব্যবসায় প্রশাসন থেকে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রিধারী এবং দুই বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন একটি শূন্য পদে। আবেদনের বয়সসীমা ৩৭ বছর।
উপজেলা ব্যবস্থাপক: উপজেলা ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে মোট ১১ জনকে। এতে যেকোনো বিষয় থেকে স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্ষুদ্রঋণ বা দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা থাকলে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন এই পদে। আবেদনের বয়সসীমা ৩৫ বছর।
মাঠ কর্মকর্তা: মাঠ কর্মকর্তা পদে উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন ১০টি পদে। ক্ষুদ্রঋণ বা দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে অভিজ্ঞ ও কম্পিউটারে পারদর্শীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৩৫ বছর বয়সের প্রার্থীরা।
৩. দারিদ্র্য বিমোচনে এসএফডিএফ কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প: মাঠ সংগঠক: উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। ক্ষুদ্রঋণ বা দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে অভিজ্ঞ ও কম্পিউটারে পারদর্শীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। অবেদনের বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ওয়েবসাইটে (www.sfdf.org.bd) এবং সমবায় বিভাগের ওয়েবসাইটে (www.rdcd.gov.bd) নির্ধারিত আবেদন ফরম পূরণের মাধ্যমে পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনপত্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে জমা দিতে হবে। আবেদনকারীকে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দিতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে: http://goo.gl/7eLhWVএই ঠিকানায়।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	