বিভিন্ন পদে প্রাণে নিয়োগ
- ক্যারিয়ার প্রতিবেদক
বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে দেশের শীর্ষস্থানীয় গ্রুপ অব কোম্পানি প্রাণ। সম্প্রতি বিভিন্ন পদে যোগ্য প্রার্থী চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আর এসব পদে অনভিজ্ঞদের রয়েছে আবেদন করার সুযোগ।
সাপোর্ট ইঞ্জিনিয়ার (প্রাণ গ্রুপ)
কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি বা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়সসীমা ২২ থেকে ৩০ বছর। এ ছাড়া আবেদনকারীদের ইংরেজিতে পারদর্শী হতে হবে। পদটিতে বিডিজবস ডটকমের মাধ্যম আবেদন করা যাবে ৩ মে–২০১৬ তারিখ পর্যন্ত।
সেলস এক্সিকিউটিভ– লিফট (প্রাণ–আরএফএল গ্রুপ)
এমকম, এমবিএস অথবা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন সেলস এক্সিকিউটিভ পদে। আবেদনকারীদের বয়স ২৪ থেকে ৩০ বছর হতে হবে। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটারজ্ঞান থাকতে হবে। পদটিতে নিয়োগ দেওয়া হবে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। আগ্রহীরা বিডিজবস ডটকমের মাধ্যম আবেদন করতে পারবেন ১৫ মে–২০১৬ তারিখ পর্যন্ত।
ট্রেইনি এক্সিকিউটিভ–আউটডোর মার্কেটিং (প্রাণ–আরএফএল গ্রুপ)
স্নাতক পাসেই আবেদন করা যাবে পদটিতে। প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩০ বছর হতে হবে। এ ছাড়া কম্পিউটারজ্ঞান ও মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক প্রার্থীরা এই পদটিতে বিডিজবস ডটকমের মাধ্যম আবেদন করতে পারবেন ২৭ এপ্রিল–২০১৬ তারিখ পর্যন্ত।
ম্যানেজমেন্ট ট্রেইনি– মিডিয়া শিডিউলিং (প্রাণ–আরএফএল গ্রুপ)
যেকোনো বিষয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। পদটিতে অনভিজ্ঞদের নিয়োগ দেওয়া হলেও, এক থেকে দুই বছর অভিজ্ঞতা ধারী প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকার অভ্যন্তরের এ চাকরিতে আবেদন করতে পারবেন ২৪ থেকে ৩০ বছর বয়সের প্রার্থীরা। আবেদন করা যাবে ১৫ মে–২০১৬ তারিখ পর্যন্ত বিডিজবস ডটকমের মাধ্যমে।
ম্যানেজমেন্ট ট্রেইনি–অ্যাকাউন্টস (প্রাণ গ্রুপ)
অ্যাকাউন্টিং থেকে এমকম, এমবিএস অথবা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে নিয়োগ দেওয়া হবে ঢাকা, দিনাজপুর, গাজীপুর, হবিগঞ্জ, নরসিংদী, নাটোর ও পাবনা জেলায়। আবেদনের জন্য নির্ধারিত বয়স ২৪ থেকে ৩০ বছর। পদটিতে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন ৭ মে–২০১৬ তারিখ পর্যন্ত।