সপ্তাহের শীর্ষ চাকরি

সপ্তাহের শীর্ষ চাকরি

  • ক্যারিয়ার ডেস্ক 

এ সপ্তাহে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন থেকে সংগৃহীত চাকরির বিজ্ঞাপনগুলো দেখে নিন একনজরে।

বিমানবাহিনী

তরুণদের কাছে সব সময়ই স্বপ্নের কর্মস্থল বিমানবাহিনী। সম্মান, আকর্ষণীয়সুযোগ-সুবিধা এবং রোমাঞ্চকর ক্যারিয়ারের পাশাপাশি দেশসেবার সুযোগ পাওয়া যায়বলে বিমানবাহিনীতে চাকরির চাহিদা থাকে সব সময়ই শীর্ষে। সম্প্রতি এমওডিসিপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে এ সুযোগের দ্বার আবারও খুলে দিয়েছেবাংলাদেশ বিমানবাহিনী। পদটিতে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :

আবেদনের যোগ্যতা

পদটিতে শুধু অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রেমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। প্রার্থীদের বয়স ৯ অক্টোবর-২০১৬ তারিখে ১৬থেকে ২১ বছর হতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চিএবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতেহবে। এ ছাড়া দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ থাকবে। আবেদনের জন্য গ্রহণযোগ্য ওজন৪৯.৯৪ কেজি।

বেতন ও ভাতা

প্রার্থীদের প্রশিক্ষণকালীন বেতন দেওয়া হবে আট হাজার ৮০০ টাকা। সঙ্গেবহন করা হবে খাদ্য, বাসস্থান, চিকিৎসার খরচ। প্রশিক্ষণ শেষে সৈনিক পদেস্থায়ীকরণের পর একই বেতনসহ বিভিন্ন ভাতা দেওয়া হবে। সঙ্গে থাকবে জাতিসংঘেমিশন, বাসস্থান, চিকিৎসা, রেশন এবং সন্তানদের অধ্যয়নসহ নানা সুবিধা।

ভর্তি প্রক্রিয়া

আবেদনকারীদের মাধ্যমিক বা সমমানের ইংরেজি ও বাংলা লিখিত পরীক্ষা নেওয়াহবে। পরীক্ষাটি হবে মোট ৫০ নম্বরের। এ ছাড়া প্রার্থীদের ডাক্তারি ও মৌখিকপরীক্ষার মুখোমুখি হতে হবে।

আবেদন প্রক্রিয়া

১০০ টাকা আবেদন ফিসহ www.joinbangladeshairforce.mil.bd থেকে আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে। বিজ্ঞাপনে উল্লেখিততারিখগুলোতে বিভিন্ন জেলাভিত্তিক প্রার্থীরা ‘বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ওনির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫’ঠিকানায়পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর ওয়েবসাইটে (www.joinbangladeshairforce.mil.bd) ভিজিট করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

কৃষি ব্যাংক

সরকারি ব্যাংকগুলোতে যাঁরা ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাঁদের সুযোগ দিতেএবার  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল কৃষি ব্যাংক। ব্যাংকটিতে এবার কর্মকর্তাপদে ৭০৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :

যোগ্যতা

যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে।আবেদনকারীদের শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম শ্রেণি থাকতে হবে। তবে কোনোক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন না করার আহ্বান জানিয়েছে ব্যাংককর্তৃপক্ষ। ও লেভেল বা প্রার্থীরা এ লেভেল পাস হলে স্থানীয় সংশ্লিষ্ট  শিক্ষা বোর্ড থেকে এবং বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী হলেবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সমমান সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।

বয়স

আবেদনকারীদের বয়স ১ মার্চ-২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।শুধু মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছরপর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

নিয়োগপ্রাপ্ত অফিসার বেতন পাবেন ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। এ ছাড়া থাকবে ভাতা ও অন্যান্য সুবিধা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ১৭ মে থেকে ৭ জুন-২০১৬ তারিখ পর্যন্ত পদটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে।

আরএফএল

আরএফএল বিভিন্ন পদে অভিজ্ঞ-অনভিজ্ঞদের নিয়োগ দেবে। পদগুলোর মধ্যে রয়েছে :

ম্যানেজমেন্ট ট্রেইনি

এমবিএ, এমকম বা এমবিএস পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াআবেদনকারীদের ইংরেজিতে পারদর্শী এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। আগ্রহীপ্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন ২৬ মে-২০১৬ তারিখপর্যন্ত। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।

ট্রেইনি ইঞ্জিনিয়ার

মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিএসই বা পলিমার ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসিপাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে নিয়োগ দেওয়া হবে গাজীপুর, নরসিংদী, হবিগঞ্জ ও রংপুর জেলায়। বিডিজবস ডটকমের মাধ্যমে পদটিতে আবেদন করাযাবে ২৮ মে-২০১৬ তারিখ পর্যন্ত।

এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ (রিক্রুটমেন্ট)

এইচআরএম থেকে এমবিএ বা এমবিএস পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াপ্রার্থীদের সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকারঅভ্যন্তরে এ পদটিতে আবেদন করা যাবে বিডিজবস ডটকমের মাধ্যমে। আবেদনের শেষতারিখ ১৯ মে-২০১৬।

শোরুম ম্যানেজার

ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্টকাজে পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা বিডিজবসডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন ৪ জুন-২০১৬ তারিখ পর্যন্ত। পদটিতেবাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।

প্রাণ

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ বিভিন্ন পদেঅভিজ্ঞ-অনভিজ্ঞদের নিয়োগ দেবে। চার ধরনের পদে মোট ৬৩ জনকে নিয়োগ দেওয়া হবে।পদগুলোর মধ্যে রয়েছে

অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার (এপিএম)

পদটিতে নিয়োগ দেওয়া হবে আটজন। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবংএমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে সিজিপিএ ২.৫০ (৪.০০ এরমধ্যে) বা এর নিচে থাকলে আবেদন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ঢাকারঅভ্যন্তরে এ পদে আবেদন করতে পারবেন ২৪ থেকে ৩০ বছর বয়সের প্রার্থীরা। যোগ্যপ্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে পদটিতে আবেদন করতে পারবেন ২০ মে-২০১৬তারিখ পর্যন্ত।

ম্যানেজমেন্ট ট্রেইনি –অপারেশনস (মার্কেটিং বা ফাইন্যান্স)

এই পদে নিয়োগ পাবেন ২০ জন। মার্কেটিং, ফাইন্যান্স অথবা ইন্টারন্যাশনালবিজনেস থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবেস্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ (৪.০০ এর মধ্যে) এবং মাধ্যমিক ওউচ্চমাধ্যমিকে ৪.০০ (৫.০০ এর মধ্যে)  থাকতে হবে। ঢাকার অভ্যন্তরে এ পদেআবেদন করতে পারবেন ২৩ থেকে ৩২ বছর বয়সের পুরুষ প্রার্থীরা। আবেদনকারীদেরমধ্য থেকে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৫ থেকে ২০ হাজার টাকা। আগ্রহীপ্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন ১৯ মে-২০১৬ তারিখপর্যন্ত।

ট্রেইনি আউটলেট অপারেশনস

১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে শূন্য এ পদটিতেনিয়োগ পাবেন যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা। তবে স্নাতকে তৃতীয়শ্রেণি বা সিজিপিএ ২.০০-এর নিচে থাকলে আবেদন করা যাবে না। ২৭ থেকে ৩৪ বছরবয়সের পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন বিডিজবস ডটকমের মাধ্যমে। আবেদনেরশেষ তারিখ ২০ মে-২০১৬।

টেরিটোরি সেলস ম্যানেজার

টেরিটোরি সেলস ম্যানেজার পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক পাস হলেইআবেদন করা যাবে। তবে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন না করার আহ্বান জানানোহয়েছে। পাশাপাশি প্রার্থীদের সেলসে চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে পদটিতে। ৩০ মে-২০১৬ তারিখপর্যন্ত বিডিজবস ডটকমের মাধ্যমে পদটিতে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৩৬ বছরবয়সের প্রার্থীরা।

প্রাণ

‘সিনিয়র এঙ্গেজমেন্ট ম্যানেজার’পদে বাংলাদেশিদের নিয়োগ দেবেমাইক্রোসফট। ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সিস্টেমম্যানেজমেন্ট অথবা কম্পিউটার সায়েন্স থেকে স্নাতক (বিএস বা বিএ) পাসপ্রার্থীরা আবেদন করতে পারবেন। এমবিএ ডিগ্রিধারীদের নিয়োগে অগ্রাধিকারদেওয়া হবে। এ ছাড়া আবেদনকারীদের পাঁচ থেকে আট বছর কাজের অভিজ্ঞতা থাকতেহবে। পদটিতে মাইক্রোসফটের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহীরা।

এইচএসবিসি

‘মিড মার্কেটিং রিলেশনশিপ অফিসার’পদে নিয়োগ দেবে ব্যাংকটি। পাবলিক বাপ্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবেব্যবসায় থেকে পাসকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কাজেআবেদনকারীদের অভিজ্ঞ হতে হবে। পদটিতে ২২ মে-২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করাযাবে লিংকডইন ডটকমেরমাধ্যমে।

Sharing is caring!

Leave a Comment