পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ
- ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বোর্ডের অধীনে ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লক্ষ গ্রাহক সংযোগ’ প্রকল্পের আওতায় এ নিয়োগ দেওয়া হবে। পাঁচ ধরনের পদে মোট ১৬৯ জন নিয়োগ পাবেন।
সহকারী প্রকৌশলী
সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পাবেন ৩০ জন। আবেদনের জন্য ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস হতে হবে। পদটিতে আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের সর্বোচ্চ বেতন দেওয়া হবে ৩৫ হাজার ৬০০ টাকা।
উপ-সহকারী প্রকৌশলী
উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হবে ৪১ জন। তড়িৎ, যন্ত্রকৌশল, পুরকৌশল বা পাওয়ার থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা সার্টিফিকেটধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটির জন্য নির্ধারিত বেতন ২৭ হাজার ১০০ টাকা। আবেদন করতে পারবেন অনূর্ধ্ব-৩০ বছর বয়সী প্রার্থীরা।
হিসাবৱরক্ষক
হিসাবরক্ষক পদে নিয়োগ পাবেন একজন। চার বছর মেয়াদি স্নাতক, স্নাতকোত্তর বা সিএ ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটির জন্য নির্ধারিত বেতন ২৭ হাজার ১০০ টাকা। আবেদন করতে পারবেন অনূর্ধ্ব-৩০ বছর বয়সী প্রার্থীরা।
লাইন নির্মাণ পরিদর্শক
৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স অথবা মেইনটেন্যান্স ট্রেড থেকে এইচএসসি (ভোকেশনাল) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি বিল্ডিং মেইনটেন্যান্স, সিভিল কনস্ট্রাকশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স থেকে এইচএসসি (ভোকেশনাল) পাসসহ দুই বছর কাজের অভিজ্ঞতাসনপন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে বেতন দেওয়া হবে ১৭ হাজার ৭০৫ টাকা। আবেদন করতে পারবেন অনূর্ধ্ব-৩০ বছর বয়সী প্রার্থীরা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
মাধ্যমিক পাস এবং কম্পিউটার ও টাইপিংয়ে দক্ষ প্রার্থীরা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১০টি পদে। পদটিতে বেতন দেওয়া হবে ১৭ হাজার ৪৫ টাকা। বয়স অনূর্ধ্ব-৩০ হলেই আবেদন করা যাবে পদটিতে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন breb.teletalk.com.bd ঠিকানায়। আবেদন করা যাবে ২২ জুন-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক যুগান্তর পত্রিকায় ১৯ মে-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :