জার্মান ও জাপান দূতাবাসে চাকরির সুযোগ
- ক্যারিয়ার ডেস্ক
ঢাকায় অবস্থিত জার্মান ও জাপান দূতাবাসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জার্মান দূতাবাসে স্টাফ পদে এবং জাপান দূতাবাসে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে।
জার্মান দূতাবাস
যোগ্যতা : জার্মান দূতাবাসে আইন ও কনস্যুলার বিভাগে স্টাফ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। তবে জার্মান ভাষায় উচ্চতর দক্ষতা আবশ্যক। তাই আবেদনকারীদের এই ভাষায় কমপক্ষে বি-১ মানের দক্ষতা থাকতে হবে। এ ছাড়া ইংরেজিতেও উচ্চতর দক্ষতাসম্পন্ন হতে হবে আবেদনকারীদের। ইংরেজির ক্ষেত্রে আইইএলটিএস বা টোফেল সনদধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা কভার লেটার, সর্বোচ্চ ৪৪ পাতার প্রেষণাপত্র, জীবনবৃত্তান্ত, ছবি, সর্বোচ্চ শিক্ষাসনদের কপি, পূর্বের চাকরির প্রমাণপত্র, প্রশিক্ষণের প্রমাণপত্র, ভাষাগত দক্ষতার প্রমাণপত্র, পাসপোর্ট বা পরিচয়পত্রের কপিসহ info@dhaka.diplo.de ই-মেইল ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৫ জুন, ২০১৬ তারিখ পর্যন্ত।
জাপান দূতাবাস
যোগ্যতা : জাপান দূতাবাসে অ্যাসিস্ট্যান্ট পদে ইকোনমিক অ্যাফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অপরেশন বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে। ইকোনমিকস, ইকোনমিক ডেভেলপমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া সরকারি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান বা বিদেশি সংস্থায় ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের। আবেদনের জন্য অতিরিক্তভাবে লাগবে ইংরেজিতে উচ্চতর দক্ষতা।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী জাপান দূতাবাসের বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্রসহ আবেদন করতে পারবেন ১৫ জুন, ২০১৬ তারিখ পর্যন্ত।