ইন্টারনেটে চাকরি খোঁজে  শতকরা ৬২ জন

ইন্টারনেটে চাকরি খোঁজে শতকরা ৬২ জন

  • ক্যারিয়ার ডেস্কঃ 
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক কম হলেও ইন্টারনেটে চাকরি খুঁজে থাকেন, এমন লোকের সংখ্যা কম নয়। পিউ রিসার্চ সেন্টারের এক তথ্যে দেখা যায়, বাংলাদেশে ইন্টারনেটে চাকরি খুঁজে ৬২% ইন্টারনেট ব্যবহারকারী। গত মাসে আমেরিকা ভিত্তিক এই গবেষণা কোম্পানি প্রকাশিত এক প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশীদের অবস্থান খুব একটা অসন্তোষজনক নয়। বাংলাদেশের ৭৬ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। এদের মধ্যে মাত্র ৬ শতাংশ মানুষের নিজস্ব স্মার্টফোন আছে। অর্থাত্ দেশের ১১ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে কিংবা তাদের স্মার্টফোন আছে। এ ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে পাকিস্তান (৮ শতাংশ)। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কম হলেও ৬২ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী চাকরি খুঁজে বের করার কাজ এখন ইন্টারনেটের মাধ্যমেই করছেন। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করে চাকরি খুঁজার হার প্রতিবেশী দেশ ভারতের (৫৫%) চেয়েও অনেক বেশি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইন্টারনেট ব্যবহারকারীর হিসাব করতে গিয়ে সর্বশেষ তিন মাসে একবার কেউ ইন্টারনেট ব্যবহার করলেই তাকে ব্যবহারকারী হিসেবে গণ্য করেছে। সেই হিসাবে দেশে ৪ কোটি ২৭ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। অন্যদিকে ১২ কোটি ১৮ লাখ মানুষের মোবাইল সংযোগ রয়েছে। মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের হিসাবে, দেশে প্রায় ৬০ লাখ মানুষ স্মার্টফোন ব্যবহার করেন।
ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রেও তারতম্য রয়েছে। তরুণদের মধ্যেই ইন্টারনেট ব্যবহার করার হার বেশি। বাংলাদেশে মোবাইল ফোনে ইন্টারনেট বেশি ব্যবহার করেন ১৮-৩৫ বছর বয়সী ব্যক্তিরা; এ হার ১৫ শতাংশ। এর বেশি বয়সী গ্রাহক মাত্র ৬ শতাংশ। ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করেন মাত্র ৮ শতাংশ মানুষ। মাধ্যমিকের চেয়ে বেশি পড়ালেখা করেছেন, এমন মানুষই বেশি ইন্টারনেট ব্যবহার করেন, ২৪ শতাংশ। এর চেয়ে কম পড়ালেখা করেছেন কিন্তু ইন্টারনেট ব্যবহার করেন এমন মানুষ ৫ শতাংশ।
দেশের ৫৯ শতাংশ ইন্টারনেট গ্রাহক প্রতিদিন অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন। এদিক থেকে প্রতিবেশী দেশ ভারতের (৫৪ শতাংশ) চেয়ে বাংলাদেশ এগিয়ে।
সারাবিশ্বের ইন্টারনেট ব্যবহারের দিকে তাকালে দেখা যায়, চিলিতে ৭৬%, রাশিয়াতে ৭৩% এবং ভেনিজুয়েলাতে ৬৭% মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। পোল্যান্ড, চীন, লেবানন এবং আর্জেন্টিনাতে প্রতি দশ জনের মধ্যে ছয়জনের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। উল্টো চিত্রও দেখা গেছে ভিয়েতনাম এবং ফিলিপাইনে। এসব দেশে যথাক্রমে ৪৩% এবং ৪২% মানুষ ইন্টারনেট ব্যবহার করছে।
চাকরি খুঁজতেই হোক আর সামাজিক যোগাযোগ সাইটে ঘুরাঘুরিই হোক, দৃশ্যত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়াকে ইতিবাচক লক্ষণ হিসেবেই মনে করা যায়।
সূত্রঃ ইত্তেফাক favicon59

Sharing is caring!

Leave a Comment