যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ ও চাকরির সুযোগ
- ক্যারিয়ার ডেস্ক
যারা একইসঙ্গে অ্যাডভেঞ্চার, বিদেশ যাওয়া এবং নিজের ক্যারিয়ার গঠন করতে চায় তথা PR নিয়ে সেখানে স্থায়ী হতে চায়, তাদের গন্তব্যস্থল হতে পারে সেন্ট লুসিয়া। এটি যুক্তরাষ্ট্র না হলেও যুক্তরাষ্ট্রের (USA) নিকট প্রতিবেশী, ক্যারাবিয়ান দ্বীপরাষ্ট্র সমূহের মধ্যে একটি। এখানকার পেশাদারি প্রোগ্রামের যেকোনো একটি বেছে নিয়ে পড়তে যাওয়ার সুবিধা অনেক। যেমন—IELTS লাগবে না, ভিসার জন্য দূতাবাসে গিয়ে ইন্টারভিউ দিতে হবে না, শিক্ষা ব্যয় কম, এসএসসি পাশ হলেও যাওয়ার সুযোগ রয়েছে, নেই বয়সের বিধিনিষেধ প্রভৃতি। ১৮ থেকে ৪৫ বছর বয়সী যে কেউই যেতে পারবেন সেন্ট লুসিয়ায়। স্ত্রী বা স্বামীকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে এবং এমনকি অভিভাবকও যেতে পারবেন এবং তারা ফুলটাইম জব বা ব্যবসা করার অনুমতিও পেতে পারেন। একাডেমি চাকরির ব্যবস্থা করার নিশ্চয়তা দেয়। ক্যারাবিয়ান দ্বীপে চাকরি পেলে ওয়ার্ক পারমিট পাওয়া যায়। দুই বছর ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করলে PR বা Permanant Residency পাওয়া যায়। ক্যারাবিয়ান পাসপোর্টধারী আমেরিকা, কানাডা বা ইউরোপে যেতে পারে বিনা ভিসায় (Port entry)।
এখানকার বিভিন্ন ধরনের পেশাদারি কোর্সের চাকরির বাজারে রয়েছে দারুণ চাহিদা। ভিডিও গেম ডেভেলপার, স্কুবা ডাইভার, স্ক্রুজ অপারেশন, কুকিং অ্যান্ড বেকিং, থাই ম্যাসাজ, কেয়ার গিভিং, হেয়ার ড্রেসিং, হোটেল ম্যানেজমেন্ট, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউজকিপিং প্রভৃতি পেশা এখানে বেশ আকর্ষণীয়।
যারা উচ্চশিক্ষা নিতে চান তাদের জন্য রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। ডাক্তার বা মেডিক্যাল প্রফেশনালদের জন্য রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করে মাস্টার্স ডিগ্রি ফাইনাল ইয়ার করা যাবে USA বা অন্য উন্নত দেশে, সেখানে চাকরির ভালো সম্ভাবনা আছে এবং চাকরি বা গ্রিনকার্ডের জন্য আবেদনের সুযোগ আছে।
পেশাদারি বিধায় প্রতিটি কোর্সের অল্প সময় থিওরি এবং বেশি সময় প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়। প্রশিক্ষণে ভাতাও পাওয়া যায়। উল্লেখ্য, সকল কর্মসূচি UK-এর OTHM (Organisation for Tourism & Hospitality Management) বা EMD-এর এবং কোর্স শেষে UK থেকে পেশাদারি সার্টিফিকেট পাওয়া যাবে যা সারা পৃথিবীতেই চাকরির জন্য গ্রহণযোগ্য।
গেম ডেভেলপার প্রোগ্রামে প্রথম মাস থেকেই পাওয়া যাবে মাসে বৃত্তি হিসেবে পাওয়া যাবে ১৫০ মার্কিন ডলার।
আরো উল্লেখ্য, ক্যারাবিয়ান দ্বীপরাষ্ট্রসমূহে আছে ৫০টির বেশি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় যেগুলো বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত। এসব বিশ্ববিদ্যালয়ে MD ডিগ্রি নেওয়ার পাশাপাশি USMLE (United States Medical Licensing Examination) করা যায় যা দিয়ে যুক্তরাষ্ট্র বা কানাডায় চাকরি পাওয়া যায় বা প্র্যাকটিসও করা যায়। মেডিক্যালে ভর্তি এবং ভিসা ঘরে বসেই সম্ভব। যদিও সেন্ট লুসিয়া অনেক দূরে কিন্তু নিশ্চিত ক্যারিয়ার গঠন করতে চাইলে অচেনা স্থান বা দূরদেশ কোনো বড় বিষয় নয়। বাংলাদেশের প্রচুর ছেলে বিদেশ যাওয়ার জন্য ম্যানপাওয়ার ব্যবসায়ীদের মাধ্যমে বহু টাকা দিয়ে বেআইনি এবং সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ পথে পা বাড়ায়। সেইদিক থেকে চিন্তা করলে সেন্ট লুসিয়া সম্পূর্ণ আইনসম্মত ও নিশ্চিত গন্তব্যপথ। ভর্তি ও ভিসার জন্য বাইরেও দৌড়াদৌড়ি করতে হয় না। আগ্রহীরা বিস্তারিত জানতে নিজের জীবনবৃত্তান্ত নিয়ে যোগাযোগ করতে পারেন নিম্নপ্রদত্ত ইমেইল ঠিকানায় :saintlucia.america@gmail.com।