দিশায় তিন পদে ১৭৫ চাকরি
- ক্যারিয়ার ডেস্ক
ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট [দিশা]। বিভিন্ন উপজেলায় দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে এই প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি পদে ১৭৫ জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে ২০ অক্টোবরের মধ্যে।
যেসব পদে নিয়োগ
যোগ্যতা
শাখা ব্যবস্থাপক পদে আবেদনকারীদের স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তা ছাড়া এই পদে আবেদনের জন্য প্রার্থীকে পিকেএসএফের সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর।
সিনিয়র ক্রেডিট অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তা ছাড়া প্রার্থীর বয়স ২৫ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
ক্রেডিট অফিসার পদের তিনটি গ্রেডের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে- ক্রেডিট অফিসার [গ্রেড-১] পদের প্রার্থীদের যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি সম্মান পাস থাকতে হবে। ক্রেডিট অফিসার [গ্রেড-২] পদের প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ পেয়ে স্নাতক পাস হতে হবে। আর ক্রেডিট অফিসার [গ্রেড-৩] প্রার্থীরা সব পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ পেয়ে উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। এসব পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ২০ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে।
বেতন-ভাতা
শাখা ব্যবস্থাপক পদে ২০ হাজার ৩২৫ টাকা থেকে ২২ হাজার ৩২৫ টাকা, সিনিয়র ক্রেডিট অফিসার ১৬ হাজার ৫০ টাকা, ক্রেডিট অফিসার [গ্রেড-১] ১৪ হাজার ৭৫০ টাকা, ক্রেডিট অফিসার [গ্রেড-২] ১৪ হাজার ২০০ টাকা এবং ক্রেডিট অফিসার [গ্রেড-৩] ১৩ হাজার ৬২৫ টাকা বেতন প্রদান করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী স্বল্পমূল্যে বাসস্থান, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, পিএফ, বীমা, চিকিৎসা সহায়তা ও অন্যান্য সুবিধাও প্রদান করা হবে।
আবেদন
প্রার্থীকে তার শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবিযুক্ত ও মোবাইল নম্বরসহ নিজ হাতে লেখা দরখাস্ত পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, দিশা, ই/১০. বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে ১১, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাকযোগে অথবা hr@disabd.org -এই ঠিকানায় ই-মেইল করে পাঠাতে হবে।