গ্রাফিক্স ডিজাইনিংয়ে চাকরির সুযোগ

গ্রাফিক্স ডিজাইনিংয়ে চাকরির সুযোগ

  • ক্যারিয়ার ডেস্ক

সৃজনশীলতা যাদের নিত্যসঙ্গী, এই নেশা ও পেশাকে যারা একাকার করে তুলতে চান, নিঃসন্দেহে গ্রাফিক্স ডিজাইনারও রয়েছেন সেই তালিকায়। আপনাদের জন্য সুখবর হিসেবে এ পেশায় নতুন কিছু চাকরির খোঁজ জানিয়ে দিচ্ছি-


অনন্ত গ্রুপ 

‘গ্রাফিক্স ডিজাইনার [লেজার]’ পদে স্নাতক ডিগ্রিধারী, ২৫-৩৫ বছর বয়সসীমার, ৫-১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রার্থীকে গাজীপুরে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। প্রার্থীকে লেজার সেকশন, কোরেল ড্র সফটওয়ার, ফটোশপ, ইলাস্ট্রেটর ও আরএমজি সেক্টরে দক্ষ হতে হবে। ২০ অক্টোবরের মধ্যে আবেদনপত্র পাঠানোর ঠিকানা- অনন্ত অ্যাপারেলস লিমিটেড, হাউস-২০, রোড-৯৯, গুলশান-২, ঢাকা; অথবা, ই-মেইল : careers@ananta-bd.com|

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ

ইলাস্ট্রেটর, ফটোশপ, কোরেল ড্র ও ভিডিও এডিটিংয়ে দক্ষ, ১-৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে ‘গ্রাফিক্স ডিজাইনার’ পদে নিয়োগ দেবে বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান। ২০ অক্টোবরের মধ্যে আবেদনের ঠিকানা- রেজিস্ট্রার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্লট-৩/এ, রোড-৪, ধানমণ্ডি, ঢাকা; অথবা, ই-মেইল : hr@wub.edu.bd ।

কালার এক্সপার্টস ইন্টারন্যাশনাল

স্নাতক ডিগ্রিধারী, ৩-৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন, ২৫-৩৫ বছর বয়সী দু’জন পুরুষ প্রার্থীকে ‘ভিডিও এডিটর কাম গ্রাফিক ডিজাইনার’ পদে নিয়োগ দেবে এ প্রতিষ্ঠান। ৭ নভেম্বরের মধ্যে ই-মেইলে সিভি পাঠানোর ঠিকানা- colorexperts.resume@gmail.com ।

নেক্সট এক্সেসরিস লিমিটেড

‘এক্সিকিউটিভ, গ্রাফিক ডিজাইন [অফসেট প্রিন্ট]’ পদে দুটি নিয়োগ দেবে এ প্রতিষ্ঠান। পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী, নূ্যনতম ২৫ বছর বয়সী প্রার্থী ৯ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন নারায়ণগঞ্জের এ কর্মস্থলে। তবে শিক্ষাক্ষেত্রে বিএফএ/ এমএফএ/ সিএসই/ মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা পাবেন অগ্রাধিকার। সিভি পাঠানোর ই-মেইল ঠিকানা- info@nextacc.com.bd ।

রাইট চয়েস লিমিটেড

গ্রাফিক্স ডিজাইনে স্নাতক ডিগ্রিধারী, এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন পুরুষ প্রার্থীকে ‘গ্রাফিক্স ডিজাইনার কাম ভিডিওগ্রাফার’ পদে নিয়োগ দেবে এ প্রতিষ্ঠান। ৪ নভেম্বরের মধ্যে ই-মেইলে সিভি পাঠানোর ঠিকানা- rchoicebd@gmail.com । বলে রাখা ভালো, অ্যাডোবি আফটার ইফেক্ট, ইলাস্ট্রেটর ও ফটোশপে অনভিজ্ঞদের জন্য এ পদটি প্রযোজ্য নয়।

শেড অ্যান্ড শ্যাডো ডিজাইন স্টুডিও

‘থ্রিডি/ ইন্টেরিয়র ডিজাইনার’ পদে, আর্কিটেকচার/ ইন্টেরিয়রে স্নাতক, অথবা ইন্টেরিয়র ডিজাইন/আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনে ডিপ্লোমা ডিগ্রিধারী, ২-৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন পুরুষ প্রার্থীকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। ৩ নভেম্বরের মধ্যে ই-মেইলে সিভি পাঠানোর ঠিকানা- shadeshadowinfo@gmail.com

আরকে অ্যাডভারটাইজিং লিমিটেড

এ প্রতিষ্ঠানে দুটি নিয়োগ দেওয়া হবে ‘গ্রাফিক ডিজাইনার’ পদে। স্নাতক ডিগ্রিধারী, ৫-৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী আবেদন করতে পারবেন ৩ নভেম্বরের মধ্যে। আবেদনের ঠিকানা- আরকে অ্যাডভারটাইজিং লিমিটেড, আলী টাওয়ার, ১৭/২ ডিআইটি রোড [দ্বিতীয় তলা], পূর্ব রামপুরা, ঢাকা; অথবা, ই-মেইল : rkadvertising09@gmail.com ।

গ্রাফিক এইড

‘গ্রাফিক ডিজাইনার’ পদে দশটি নিয়োগ দেবে এ প্রতিষ্ঠান। এইচএসসি পাস কিংবা প্রিন্টিং টেকনোলজি/গ্রাফিক ডিজাইনিংয়ে ডিপ্লোমাধারী, দু’বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী ৩১ অক্টোবরের মধ্যে সিভি পাঠাতে পারেন এই ই-মেইল ঠিকানায়- info@graphic-aid.com।

সূত্র : দৈনিক সমকাল  favicon59-4

Sharing is caring!

Leave a Comment