বাংলাদেশ বিমানবাহিনী : মাধ্যমিক সার্টিফিকেটই যথেষ্ট

বাংলাদেশ বিমানবাহিনী : মাধ্যমিক সার্টিফিকেটই যথেষ্ট

  • ক্যারিয়ার ডেস্ক

বাংলাদেশ বিমানবাহিনী বিমানসেনা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রভোস্ট ও গ্রাউন্ড কমবেটিয়র পদে পুরুষদের নিয়োগ প্রদান করা হবে। আবেদন করতে হবে ২৫ অক্টোবরের মধ্যে। নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ অক্টোবর।

আবেদন যোগ্যতা : বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে নূ্যনতম জিপিএ ৩.৫ পেয়ে পাস করতে হবে। এ ছাড়া আবেদনকারীর বয়স ৩০ মার্চ, ২০১৬ তারিখে ১৬ থেকে ২১ বছর হতে হবে।

শারীরিক যোগ্যতা : প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে। ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ বা বিধি অনুযায়ী হতে হবে। শুধু অবিবাহিত বাংলাদেশি নাগরিকরাই আবেদন করতে পারবেন।

পরীক্ষাকেন্দ্র ও সময় : নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে বিমানবাহিনী ‘তথ্য ও নির্বাচনকেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১৫১৫’ ঠিকানায়। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের পরীক্ষা ২৬ অক্টোবর এবং খুলনা, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের পরীক্ষা ২৭ অক্টোবর সকাল ৮টায়।
প্রার্থীদের আবেদনপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত পরীক্ষার দিন নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

যেভাবে আবেদন : আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ বিমানবাহিনীর www.joinbangladeshairforce.mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময় ১৫০ টাকা আবেদনপত্রের মূল্য পরিশোধ করতে হবে। favicon59-4

Sharing is caring!

Leave a Comment