বিডিবিএল ব্যাংকে ১২৭ নিয়োগ
- ক্যারিয়ার ডেস্ক
এখন সরকারি খাতের ব্যাংকগুলোতে জনবল নিয়োগ করতে হলে ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে (বিডিবিএল) ২টি পদে মোট ১২৭ জনকে নিয়োগ করা হবে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পত্রিকায় ২টি ভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানিয়েছে। এতে সিনিয়র অফিসার পদে ৮২ জন এবং সিনিয়র অফিসার (আইটি) পদে ৪৫ জনকে নিয়োগ করা হবে।
অনলাইনে আবেদন:
সিনিয়র অফিসার পদের আবেদন ইতিমধ্যে অনলাইনে শুরু হয়ে গেছে। এই পদের প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। আর সিনিয়র অফিসার (আইটি) পদের প্রার্থীরা ৩০ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা:
এই নিয়োগে সিনিয়র অফিসার পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (সমমানের সিজিপিএ) স্নাতক (সম্মান) ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের কম্পিউটার স্কিল সম্পন্ন হতে হবে।
অন্যদিকে সিনিয়র অফিসার (আইটি) পদের প্রার্থীরা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (সমমানের সিজিপিএ) স্নাতক (সম্মান) ডিগ্রি পাস হলেই আবেদন করতে পারবেন। উভয় পদের প্রার্থীদের অন্যান্য একাডেমিক পরীক্ষার যেকোনো একটিতে প্রথম শ্রেণি বা বিভাগ (সমমানের সিজিপিএ) থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/ বিভাগ গ্রহণযোগ্য হবে না। সব পদের সাধারণ প্রার্থীদের বয়স ০১-১০-১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর থাকতে হবে। মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনপদ্ধতি:
এসব পদে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ( www.erecruitment.bb.org.bd) অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে। ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Tracking Number Formটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
নিয়োগপদ্ধতি:
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আবেদনের নির্ধারিত সময় শেষে আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের ধাপে ধাপে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
বেতন ও সুবিধাদি:
চূড়ান্তভাবে নির্বাচিত একজন সিনিয়র অফিসার এবং সিনিয়র অফিসার (আইটি) পদের প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২ হাজার টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।