সরকারি কর্মকমিশনে ৬৭৭ নিয়োগ

সরকারি কর্মকমিশনে ৬৭৭ নিয়োগ

  • ক্যারিয়ার ডেস্ক

বাংলাদেশ সরকারি কর্মকমিশন [পিএসসি] নন-ক্যাডারে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে ৬৭৭ লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে ১৫ ডিসেম্বরের মধ্যে।

যেসব পদে নিয়োগ

রেলপথ মন্ত্রণালয়ে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট চতুর্থ গ্রেডের অস্থায়ী পদে ১ জন। বিভিন্ন মন্ত্রণালয়ে সিস্টেম অ্যানালিস্ট পঞ্চম গ্রেডের স্থায়ী/অস্থায়ী পদে ৫ জন, প্রোগ্রামার/ কম্পিউটার প্রোগ্রামার ষষ্ঠ গ্রেডের অস্থায়ী পদে ৯ জন, সহকারী প্রোগ্রামার নবম গ্রেডের স্থায়ী/অস্থায়ী পদে ১০৩ জন ও সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নবম গ্রেডের অস্থায়ী পদে ১৪ জন নিয়োগ দেওয়া হবে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে সিনিয়র প্রোগ্রামার পঞ্চম গ্রেডের অস্থায়ী পদে ১ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নবম গ্রেডের অস্থায়ী পদে ১ জন, সহকারী প্রোগ্রামার নবম গ্রেডের অস্থায়ী পদে ২৬৫ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সহকারী জেলা শিক্ষা অফিসার নবম গ্রেডের স্থায়ী পদে ১৩ জন, সহকারী প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষিকা নবম গ্রেডের স্থায়ী পদে ৮২ জন নেবে। উপসহকারী প্রকৌশলী বা স্টুডিও যন্ত্রবিদ দশম গ্রেডের স্থায়ী পদে ২ জন, উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের স্থায়ী পদে ৪ জন, গ্রন্থাগারিক দশম গ্রেডের অস্থায়ী পদে ১ জন নিচ্ছে বাংলাদেশ টেলিভিশনে।

রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে ৭ জন, উপসহকারী প্রকৌশলী [সিভিল ড্রইং] পদে ২ জন, উপসহকারী প্রকৌশলী [এস্টিমেটর] পদে ১ জন, উপসহকারী প্রকৌশলী [মেকানিক্যাল] পদে ৩০ জন, উপসহকারী প্রকৌশলী [ড্রইং] পদে ১ জন, উপসহকারী প্রকৌশলী [ট্রেন এক্সামিনার] দশম গ্রেডের স্থায়ী পদে ১৩ জন, উপসহকারী প্রকৌশলী [টেলিকমিউনিকেশন] দশম গ্রেডের স্থায়ী পদে ৯ জন ও উপসহকারী প্রকৌশলী [ইলেকট্রিক] দশম গ্রেডের স্থায়ী পদে ১৮ জন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিন একাডেমি রেডিও ইলেকট্রনিক টেকনিশিয়ান দশম গ্রেডের স্থায়ী পদে ১ জন। বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর ইন্সপেক্টর দশম গ্রেডের অস্থায়ী পদে ১ জন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ ডাটা এন্ট্রি/ কন্ট্রোল সুপারভাইজার দশম গ্রেডের স্থায়ী পদে ১ জন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দশম গ্রেডের স্থায়ী পদে ২৫ জন নেবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিফ ইন্সট্রাক্টর [ইলেকট্রিক্যাল-টিটিসি] দশম গ্রেডের অস্থায়ী পদে ৪ জন, চিফ ইন্সট্রাক্টর [কম্পিউটার-টিটিসি] দশম গ্রেডের অস্থায়ী পদে ৩ জন, চিফ ইন্সট্রাক্টর [মেকানিক্যাল-টিটিসি] দশম গ্রেডের অস্থায়ী পদে ৪ জন, চিফ ইন্সট্রাক্টর [সিভিল-টিটিসি] দশম গ্রেডের অস্থায়ী পদে ২ জন, ইন্সট্রাক্টর [টিটিসি-ইলেকট্রিক্যাল] দশম গ্রেডের অস্থায়ী পদে ১২ জন, ইন্সট্রাক্টর [টিটিসি-কম্পিউটার] দশম গ্রেডের অস্থায়ী পদে ১০ জন, ইন্সট্রাক্টর [টিটিসি-সিভিল] দশম গ্রেডের অস্থায়ী পদে ১০ জন, ইন্সট্রাক্টর [টিটিসি-ইলেকট্রনিকস] দশম গ্রেডের অস্থায়ী পদে ৭ জন, ইন্সট্রাক্টর [টিটিসি-মেকানিক্যাল] দশম গ্রেডের অস্থায়ী পদে ৫ জন, ইন্সট্রাক্টর [টিটিসি-ওয়েল্ডিং] দশম গ্রেডের অস্থায়ী পদে ৫ জন ও ইন্সট্রাক্টর [টিটিসি-অটোমোবাইল] দশম গ্রেডের অস্থায়ী পদে ৫ জন।

বেতন-ভাতা
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদে বেতনক্রম হবে ৫০,০০০-৭১,২০০ টাকা। সিস্টেম অ্যানালিস্ট ও সিনিয়র প্রোগ্রামার পদে বেতন স্কেল ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা। প্রোগ্রামার/ কম্পিউটার প্রোগ্রামার পদে বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

সহকারী প্রোগ্রামার, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সহকারী প্রোগ্রামার, সহকারী জেলা শিক্ষা অফিসার ও সহকারী প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষিকা পদে বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। উপসহকারী প্রকৌশলী বা স্টুডিও যন্ত্রবিদ, উপসহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী [ওয়ার্কস], উপসহকারী প্রকৌশলী [সিভিল ড্রইং], উপসহকারী প্রকৌশলী [এস্টিমেটর], উপসহকারী প্রকৌশলী [মেকানিক্যাল], উপসহকারী প্রকৌশলী [ড্রইং], উপসহকারী প্রকৌশলী [ট্রেন এক্সামিনার], উপসহকারী প্রকৌশলী [টেলিকমিউনিকেশন], উপহকারী প্রকৌশলী [ইলেকট্রিক], রেডিও ইলেকট্রনিক টেকনিশিয়ান, ইন্সপেক্টর, ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, চিফ ইন্সট্রাক্টর [ইলেকট্রিক্যাল], [টিটিসি], চিফ ইন্সট্রাক্টর [কম্পিউটার] [টিটিসি], চিফ ইন্সট্রাক্টর [মেকানিক্যাল] [টিটিসি], চিফ ইন্সট্রাক্টর [সিভিল] [টিটিসি], গ্রন্থাগারিক, ইন্সট্রাক্টর [টিটিসি] [ইলেকট্রিক্যাল], ইন্সট্রাক্টর [টিটিসি] [কম্পিউটার], ইন্সট্রাক্টর [টিটিসি] [সিভিল], ইন্সট্রাক্টর [টিটিসি] [ইলেকট্রনিকস], ইন্সট্রাক্টর [টিটিসি] [মেকানিক্যাল], ইন্সট্রাক্টর [টিটিসি] [ওয়েল্ডিং] ও ইন্সট্রাক্টর [টিটিসি] [অটোমোবাইল] পদে বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা হারে বেতন দেওয়া হবে।

বিস্তারিত
আবেদন করতে হবে পিএসসির www.bpsc.gov.bd -এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করতে পারেন এই লিংকের মাধ্যমেও- bpsc.teletalk.com.bd। এ ছাড়া যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়- বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।favicon59-4

Sharing is caring!

Leave a Comment