গাজী গ্রুপে চাকরির সুযোগ
- ক্যারিয়ার ডেস্ক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্পপ্রতিষ্ঠান গাজী গ্রুপ। ‘সেলস অফিসার’ পদে ১০ জন ও ‘কাস্টোমার সার্ভিস অফিসার (সিএসও)’ পদে পাঁচজন পুরুষ প্রার্থীকে এই নিয়োগ দেওয়া হবে।
সেলস অফিসার
যে কোনো বিষয়ে স্নাতক পাসেই আবেদন করা যাবে। এক থেকে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
কাস্টমার সার্ভিস অফিসার (সিএসও)
বিজ্ঞানের যে কোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি এক থেকে দুই বছরের অভিজ্ঞতাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের যোগাযোগে দক্ষ ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া শুধু অবিবাহিত পুরুষ প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া ছবি ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ জীবনবৃত্তান্ত ইমেইলের মাধ্যমেও আবেদন করা যাবে। ইমেইল করার ঠিকানা ‘hr@gazityres.com’। আবেদনের সুযোগ থাকছে ২৬ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।