উন্নয়ন প্রকল্পে ১৬৩ চাকরি
- ক্যারিয়ার ডেস্ক
২৩ নভেম্বর ‘সমকাল’-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পে [দ্বিতীয় পর্যায়ে] নিয়োগ দেওয়া হবে ১৬৩ জনবল। প্রকল্প মেয়াদের জন্য অস্থায়ী ভিত্তিতে এসব জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে।
ট্রেড প্রশিক্ষক
বিভিন্ন বিভাগে ট্রেড প্রশিক্ষক নেওয়া হবে। এর মধ্যে সেলাই ও এমব্রয়ডারি ট্রেডে ১৭ জন, সাবান ও মোমবাতি তৈরিতে ১২ জন, বল্গক বাটিক ও স্ক্রিন প্রিন্টে ২৬ জন, বাইন্ডিং ও প্যাকেজিংয়ে ২ জন, চামড়াজাতদ্রব্য তৈরিতে ২ জন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে ৩ জন, নকশিকাঁথা ও কাটিংয়ে ৮ জন, পোলট্রি উন্নয়নে ৩ জন এবং মোবাইল ইঞ্জিনিয়ারিং ও বিউটিফিকেশন ট্রেডে ১ জন করে প্রশিক্ষক নেওয়া হবে।
যোগ্যতা : এই পদগুলোয় আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে।
সহকারী ট্রেড প্রশিক্ষক
সহকারী ট্রেড প্রশিক্ষক হিসেবে সেলাই ও এমব্রয়ডারি ট্রেডে ১৭ জন, সাবান, মোমবাতি ও শোপিস তৈরিতে ১২ জন, বল্গক-বাটিক ও স্ক্রিন প্রিন্টে ২৬ জন, বাইন্ডিং ও প্যাকেজিংয়ে ২ জন, চামড়াজাতদ্রব্য তৈরিতে ২ জন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে ৩ জন, নকশিকাঁথা ও কাটিংয়ে ৮ জন, পোলট্রি উন্নয়নে ৩ জন, মোবাইল ইঞ্জিনিয়ারিং ও বিউটিফিকেশন ট্রেডে ১ জন করে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা : এসব পদে আবেদনের নূ্যনতম যোগ্যতা এসএসসি। সব ট্রেড প্রশিক্ষক ও সহকারী ট্রেড প্রশিক্ষক পদের জন্য লাগবে সংশ্লিষ্ট বিষয়ে চার মাসের প্রশিক্ষণ এবং এক বছরের কাজের অভিজ্ঞতা।
অন্যান্য পদ
এ ছাড়া হিসাবরক্ষক পদে ১ জন, ক্রেডিট সুপারভাইজার পদে ৭ জন, কম্পিউটার অপারেটর পদে ১ জন, বিক্রয়কারী পদে ২ জন, ক্যাশিয়ার পদে ১ জন ও স্টোরকিপার কাম অফিস সহকারী পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা : এসব পদে আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। তবে ক্রেডিট সুপারভাইজার, কম্পিউটার অপারেটর ও বিক্রয়কারী পদের জন্য তিন বছর এবং ক্যাশিয়ার ও স্টোরকিপার কাম অফিস সহকারী পদের জন্য থাকতে হবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা। এ ছাড়া যে কোনো পদের ক্ষেত্রে ৭ ডিসেম্বর ২০১৬ তারিখের হিসেবে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। ট্রেড প্রশিক্ষক ও সহকারী ট্রেড প্রশিক্ষক পদে একই ধরনের প্রকল্পে কাজে অভিজ্ঞদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
বেতন-ভাতা
ট্রেড প্রশিক্ষক পদে মাসিক ১৮,৩০০ টাকা, সহকারী ট্রেড প্রশিক্ষক পদে ১৭,০৪৫ টাকা, হিসাবরক্ষক পদে ১৯,৭৮০ টাকা, ক্রেডিট সুপারভাইজার, কম্পিউটার অপারেটর ও বিক্রয়কারী পদে ১৯,৩০০ টাকা, ক্যাশিয়ার পদে ২১,৭০০ টাকা এবং স্টোরকিপার কাম অফিস সহকারী পদে ১৭,০৪৫ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আবেদন করা যাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের www.mowca.gov.bd -এই ওয়েবসাইটে গিয়ে। এ ছাড়াও আবেদনপত্র পাঠাতে পারেন এ ঠিকানায়- নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প [দ্বিতীয় পর্যায়], জাতীয় মহিলা সংস্থ্থা, চতুর্থ তলা, কক্ষ নম্বর ৪০৮, ১৪৫ নিউ বেইলি রোড, ঢাকা।