ব্যাংক চাকরির যত খবর

ব্যাংক চাকরির যত খবর

  • ক্যারিয়ার ডেস্ক

বেসরকারি বেশ কয়েকটি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিজের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন ব্যাংকগুলোতে।


আল আরাফাহ ইসলামী ব্যাংক

বেশ কয়েকটি পদে লোকবল নিয়োগ দেবে আল আরাফাহ ইসলামী ব্যাংক লি.। আবেদনের যোগ্যতা ও অন্যান্য বিষয়ে তথ্য পাওয়া যাবে বিডিজবসডটকমে।

বিজনেস অ্যানালিস্ট (রেগুলেটরি অ্যানালিস্ট) যোগ্যতা : বিজনেস, ফিন্যান্স, স্ট্যাটিসটিকস বা সমজাতীয় বিষয়ে স্নাতক পাস। লিকুইডিটি অ্যানালিস্ট, যোগ্যতা : এমবিএ বা চার্টার্ড ফিন্যানশিয়াল অ্যানালিস্টসহ (সিএফএ) সমজাতীয় কাজে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা। ডাটা মডেলার অ্যান্ড ডাটাবেইস ডিজাইনার পদের যোগ্যতা কম্পিউটার বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিসহ সাত বছরের কাজের অভিজ্ঞতা। বিজনেস অ্যানালিস্ট (ফিন্যান্স) পদের যোগ্যতা অ্যাকাউনটিংয়ে স্নাতক অথবা এমবিএ। সমজাতীয় কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা। ব্যালান্স শিট অ্যানালিস্ট পদের যোগ্যতা সিপিএ অথবা সিএ ডিগ্রিধারী। পাঁচ থেকে ছয় বছরের কাজের অভিজ্ঞতা। আবেদন করতে হবে www.al-arafahbank.com/career ওয়েবসাইটের মাধ্যমে। সব পদে আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০১৬। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ব্যাংকের বেতন কাঠামো অনুসারে দেওয়া হবে।

আইএফআইসি ব্যাংক

সার্বক্ষণিক কাজের জন্য কল সেন্টার এক্সিকিউটিভ পদে লোক নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক লি.। আবেদন পাঠানোর শেষ তারিখ ১০ ডিসেম্বর। আবেদনের যোগ্যতা স্নাতক ডিগ্রি। একই জাতীয় কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। এক কপি ছবিসহ আবেদন পাঠাতে হবে mhadi.ebl@gmail.com এই ঠিকানায়। মাসিক বেতন ১৫ হাজার টাকা।

মার্কেন্টাইল ব্যাংক

মার্কেট স্ট্র্যাটেজি অ্যান্ড ব্যান্ড ডেভেলপমেন্ট ও করপোরেট অ্যান্ড বিজনেস কালেকশন বিভাগের অধীনে এক্সিকিউটিভ অফিসার ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার নেবে মার্কেন্টাইল ব্যাংক লি.। আবেদনের যোগ্যতা থাকতে হবে এমবিএ ডিগ্রিধারী। মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জনকারীদের অগ্রাধিকার। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকা চলবে না। সমজাতীয় কাজে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৬ বছর। আবেদন করতে হবে বিডিজবসডটকমের মাধ্যমে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০১৬। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ব্যাংকের বেতন কাঠামো অনুসারে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

দুই বছরের চুক্তিভিত্তিক অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি.। ২ ডিসেম্বর ইত্তেফাক পত্রিকায় কর্মী চেয়ে বিজ্ঞাপন প্রকাশ করেছে ব্যাংকটি। বিজ্ঞাপন সূত্রে জানা যায়, আবেদনকারীর যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম এইচএসসি বা সমমানের পাস। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে ২.৫০। তবে স্নাতক পাস বা স্নাতকোত্তরদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। আবেদন করা যাবে বিডিজবসের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ২৪ ডিসেম্বর ২০১৬। মাসিক বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা।

ব্র্যাক ব্যাংক

সার্বক্ষণিক কাজের জন্য ট্রেজারি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক লি.। আবেদনের যোগ্যতা ফিন্যান্স বিষয়ে এমবিএ বা সিএফএ ডিগ্রি অথবা অ্যাকাউনটিং, ফিন্যান্স বা অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি। সঙ্গে একই ধরনের কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০১৬। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ব্যাংকের বেতন কাঠামো অনুসারে।

সূত্র : বিডিজবস ডটকমfavicon59-4

Sharing is caring!

Leave a Comment