বিদায় জানাও ক্যালকুলেটরকে
- ক্যারিয়ার ডেস্ক
বর্গমূল, বর্গসংখ্যা নিশ্চয়ই বের করতে পারো। কিন্তু ক্যালকুলেটর ছাড়া কয়েক সেকেন্ডের মধ্যে কি পারবে? নিশ্চয়ই গণিতের এমন জটিল গণনাগুলো মুহৃর্তের মধ্যে করে ফেলতে ইচ্ছা করে। তবে কৌশল জানলে পারবে ঠিকই। কয়েক সেকেন্ডে সমাধান করে চমকে দিতে পারবে বন্ধুদের। গণিতের সাধারণ সমস্যাগুলো দ্রুত সমাধানের কৌশল নিয়ে আছে একটি ইউটিউব চ্যানেল। নাম টেকম্যাথ (https://www.youtube.com/user/tecmath)।
এই চ্যানেলে যোগ, বিয়োগ, গুণ, ভাগসহ ত্রিকোণমিতির অনেক জটিল সমস্যারও দ্রুত সমাধানের কৌশল আছে। ভিডিওর ভাষা ইংরেজি। তবে ভয়ের কিছু নেই, কী বলছে তা পুরোপুরি না বুঝলেও ছবি দেখেই বুঝে নিতে পারবে কৌশল। চ্যানেলে এখন আছে ১৮৫টি ভিডিও। সবগুলো মনোযোগ দিয়ে দেখে প্র্যাকটিস করতে থাকলে হারিয়ে দিতে পারবে ক্যালকুলেটরকে। তবে এই চ্যানেলের ভিডিও দেখার জন্য প্রথমে চ্যানেলে ঢুকে সবচেয়ে পুরনো ভিডিও থেকে দেখা শুরু করো। সর্বশেষ এক সপ্তাহ আগে চ্যানেলটিতে ভিডিও আপলোড হয়েছে। পুরনো কৌশলগুলো না জানলে নতুন কৌশল বুঝতে একটু সময় লাগতে পারে। তবে আর দেরি কিসের, খাতা-কলম নিয়ে বসে পড়ো, আর ক্যালকুলেটরটাকে আপাতত বিদায় জানাও।