ওষুধ নিয়ে পড়াশোনা

ওষুধ নিয়ে পড়াশোনা

  • ক্যারিয়ার ডেস্ক

চিকিৎসার জন্য ডাক্তার যেমন দরকার, তেমনি দরকার ওষুধেরও। সময়ের সঙ্গে চিকিৎসাবিজ্ঞান যেমন এগিয়েছে, তেমনি এগিয়েছে ওষুধ শিল্প। আবিষ্কৃত হয়েছে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি এবং বিভিন্ন রোগের ওষুধ। বিভিন্ন ওষুধ ও নানা ধরনের ভ্যাকসিন এবং প্রতিষেধক নিয়ে যারা গবেষণা করেন, ওষুধ তৈরি করেন, ওষুধ তৈরি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, তাদের বলা হয় ফার্মাসিস্ট। এককথায় বলা যায়, ওষুধ তৈরি করেন ফার্মাসিস্টরা। আর তাদের পড়াশোনার বিষয়ই হলো ফার্মেসি। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ই এ বিষয়ে স্নাতক ডিগ্রি দিয়ে থাকে। সরকারি ও বেসরকারি বেশ ক’টি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে স্নাতক ডিগ্রি লাভের সুযোগ রয়েছে। বেসরকারি যেসব বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করা যায়, সেগুলার মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ অন্যতম।

আপনি যদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে পড়তে চান, আপনার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে জিপিএ-৮ থাকতে হবে। প্রতিটিতে আলাদা করে কমপক্ষে ৩.৫ জিপিএ থাকতে হবে। এরপর ভর্তি পরীক্ষায় নির্বাচিত হলে আপনি এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। আর এখানে পড়তে আপনার খরচ হবে ৮ থেকে ৯ লাখ টাকা।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক করতে খরচ পড়বে সাড়ে ৮ লাখ টাকা। আর এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ থাকতে হবে কমপক্ষে ২.৫। তারপর ভর্তি পরীক্ষায় নির্বাচিত হলে ভর্তি হওয়ার সুযোগ মিলবে।

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে ফার্মেসি কোর্স ১৭০ ক্রেডিটের। এ ১৭০ ক্রেডিট সম্পন্ন করতে আপনাকে খরচ করতে হবে ৩ লাখ ১৫ হাজার টাকা। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে আপনার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে জিপিএ-৬.০ থাকতে হবে এবং দুইটিতে আলাদাভাবে ২.৫ থাকতে হবে।

যারা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে ফার্মেসিতে অনার্স করতে চান, তাদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে জিপিএ থাকতে হবে ৭.০। এছাড়া উচ্চমাধ্যমিকে অবশ্যই গণিত, জীববিদ্যা ও রসায়ন বিষয়গুলো থাকতে হবে। এখানে পড়তে চাইলে খরচ পড়বে ৭ লাখ ৬০ হাজার টাকা।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসিতে ভর্তি হতে চাইলে আপনার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ কমপক্ষে ৩.৫ থাকতে হবে। আর দুইটি মিলে কমপক্ষে থাকতে হবে ৬.৫। এখান থেকে স্নাতক সম্পন্ন করতে খরচ পড়বে ১০ লাখ ৫০ হাজার টাকা।

নর্দান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করতে খরচ পড়বে ৫ লাখ ৯৮ হাজার টাকা। এখানে ভর্তি হতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে আলাদাভাবে জিপিএ থাকতে হবে ২.৫। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকর ফলের ওপর নির্ভর করে এ খরচ কমবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের স্নাতক কোর্স সম্পন্ন করতে খরচ পড়বে ৫ লাখ ৪৪ হাজার টাকা। ভর্তির যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ-২.৫ থাকতে হবে।

আপনি যদি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ফার্মেসিতে স্নাতক করতে চান, তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় আপনার জিপিএ-২.৫ এবং দুইটি মিলে একত্রে থাকতে হবে ৬.০। আর এ কোর্স সম্পন্ন করতে খরচ পড়বে ৬ লাখ ১৮ হাজার টাকা।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক করতে খরচ হবে ৫ লাখ ১১ হাজার টাকা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে জিপিএ থাকতে হবে ৫। আলাদাভাবে জিপিএ থাকতে হবে ২.৫।

সূত্র: আলোকিত বাংলাদেশfavicon59

Sharing is caring!

Leave a Comment