হতে চাইলে কৃষিবিদ
- ক্যারিয়ার ডেস্ক
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় :
কৃষি, ভেটেরিনারি, পশুপালন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান, মাত্স্য বিজ্ঞান এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদে মোট আসন সংখ্যা এক হাজার ২০০টি। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৯.০০ থাকলেই আবেদন করতে পারবেন। পদার্থবিদ্যায় ২৫, রসায়নে ২৫, গণিতে ২৫ ও জীববিজ্ঞানে ২৫ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়।
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় :
বিশ্ববিদ্যালয়ের কৃষি, অ্যাগ্রি-বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৫০০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়বাদে সমষ্টিগত ভাবে জিপিএ ৭.০০ ও আলাদাভাবে ৩.০০ থাকলেই আবেদন করতে পারবেন। সাধারণ জ্ঞান, ইংরেজি ও উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম অনুযায়ী পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয় গুলোর ওপর এমসিকি উপদ্ধতিতে মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় :
বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদে মোট আসন সংখ্যা ৩১০টি। কৃষি, ফিশারিজ, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদে ভর্তি জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়বাদে মোট জিপিএ ৭.৫০ ও আলাদাভাবে ৩.৫০ থাকতে হবে। পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২০, জীববিজ্ঞানে ২০, গণিতে ১৫, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞানে ১০ নম্বরমিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয়।
- চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় :
ভেটেরিনারি মেডিসিন, ফুডসায়েন্স অ্যান্ড টেকনোলজি ও মাত্স্য বিজ্ঞান অনুষদে ২১০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সমষ্টিগতভাবে জিপিএ ৬.৫০ ও আলাদাভাবে ৩.০০ থাকলেই আবেদন করতে পারবেন। পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২০, গণিতে ২০, জীববিজ্ঞানে ৩০ ও ইংরেজিতে ১০ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয়।
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় :
ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স, কৃষি, মাত্স্য বিজ্ঞান, কৃষি অর্থনীতি ও ব্যবসায়শিক্ষা, কৃষি প্রকৌশল ও কারিগরি এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদে ৩১০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সমষ্টিগতভাবে জিপিএ ৬.৫০ ও আলাদাভাবে ৩.০০ থাকলেই আবেদন করতে পারবেন। পদার্থ বিদ্যায় ২০, রসায়নে ২০, গণিতে ২০, জীববিজ্ঞানে ৩০ ও ইংরেজিতে ১০ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয়।
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় :
বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ‘ক’ ইউনিটে কৃষি, মাত্স্য বিজ্ঞান, অ্যানিমেল সায়েন্স, ভেটেরিনারি মেডিসিন পড়ানো হয়। এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদে সমষ্টিগতভাবে জিপিএ ৬.০০ ও আলাদাভাবে ২.৫০ থাকলেই আবেদন করতে পারবেন। পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২০, জীববিজ্ঞানে ২০, গণিতে ১৫, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয়।
- হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় :
বিশ্ববিদ্যালয়ের সাতটি ইউনিটের ‘এ’ ও ‘ডি’ ইউনিটের চারটি অনুষদে কৃষি বিষয়ে পড়ানো হয়। ‘এ’ ইউনিটে কৃষি, ভেটেরিনারি, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান ও মাত্স্য বিজ্ঞান অনুষদ এবং ‘ডি’ ইউনিটের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের বিএসসি ইন অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ইন ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সমষ্টিগতভাবে জিপিএ ৬.৫০ ও আলাদাভাবে ৩.০০ থাকলেই আবেদন করতে পারবেন।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে কৃষি বিষয়ে পড়ার সুযোগ।