এসিসিএ পড়ুন, জীবন বদলান
- ক্যারিয়ার ডেস্ক
গতানুগতিক পড়াশোনা নয়। এমনকিছু বিষয় পড়াশোনা করুন যাতে পাল্টে যেতে পারে আপনার জীবন। কর্মক্ষেত্রের ক্রমবর্ধমান চাহিদা এবং বৈশ্বিক মুক্তবাজার অর্থনীতির কারণে বিশ্বব্যাপী প্রফেশনাল অ্যাকাউন্টটেন্টদের চাহিদা বর্তমানে ব্যাপক। যার ফলে চার্টার্ড সার্টিফাইড ডিগ্রির মধ্যে বর্তমান এসিসিএ সর্বাধিক স্বীকৃত এবং সমাদৃত প্রফেশনাল অ্যাকাউন্টিং ডিগ্রি।
একজন চার্টার্ড সার্টিফাইড (এসিসিএ) প্রফেশনাল তার কর্মক্ষেত্র হিসেবে বিশ্বময় বিস্তৃত এক সুবিশাল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হন। কর্মক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ম্যানেজার, বিজনেস প্ল্যান ডেভেলপার বা ডিসিশন মেকিং অথরিটি, ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট, বিজনেস প্রজেক্ট ম্যানেজার এমনকি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ পেয়ে থাকেন। এই কর্মক্ষেত্র হতে পারে বহুজাতিক কোম্পানি, বীমা, ব্যাংক, সরকারি খাত, নন-প্রফিট অর্গানাইজেশনসহ যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট ও অ্যাকাউন্টিং ফার্ম। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই পেশা, যার ফলে এসিসিএর মতো প্রফেশনাল কোয়ালিফিকেশন বর্তমান সময়ের শিক্ষার্থীদের অন্যতম পছন্দ। চাহিদার কথা মাথায় রেখে ঠিক এই সময়ে বাংলাদেশের রয়েছে অসংখ্য এসিসিএ টিউশন প্রোভাইডার। তবে ভর্তি হওয়ার আগে অবশ্যই শিক্ষার্থীদের কিছু ব্যাপার মাথায় রাখতে হবে, যেমন এসিসিএ কর্তৃক প্রতিষ্ঠানটির কোনো স্বীকৃতি আছে কি-না? যদি থাকে তবে তার স্ট্যাটাস কী? অবশ্যই মনে রাখবেন কোনো প্রতিষ্ঠানের গুণগতমানের জন্য এসিসিএ কর্তৃক স্বীকৃতিস্বরূপ সেই প্রতিষ্ঠানকে প্লাটিনাম, গোল্ড অথবা সিলভার স্ট্যাটাস প্রদান করা হয়। শিক্ষক প্যানেলের অভিজ্ঞতা এবং এসিসিএ কোয়ালিফাইড শিক্ষক কতজন, প্রফেশনাল এক্সাম এ প্রতিষ্ঠানের পূর্ববর্তী ফলাফল কেমন? প্রতিষ্ঠান থেকে পাস করে বের হওয়ার পর ছাত্রছাত্রীদের প্রফেশনাল ট্র্যাক রেকর্ড কী?
চার্টার্ড কোয়ালিফিকেশনের টিউশন কলেজগুলোর মধ্যে প্রথম সারির একটি কলেজ হিসেবে সাফল্যের সঙ্গে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে লিমেরিক কলেজ অব বিজনেস স্টাডিজ ঢাকা (এলসিবিএস ঢাকা)।
এসিসিএর একমাত্র সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত অ্যাপ্রুভড পার্টনার (প্লাটিনাম স্ট্যাটাস) হিসেবে কার্যক্রম করছে এই প্রতিষ্ঠানটি। বর্তমানে বাংলাদেশে প্রায় সাড়ে ১১শ’ শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া কম্পিউটার বেসড এক্সাম সেন্টার, জবস ব্যাংক, স্টুডেন্ট সাপোর্ট সেন্টারসহ শিক্ষার্থীদের অন্যান্য সুবিধা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ছাত্রদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ট্রেনিং প্রদানসহ চাকরিতে প্রবেশে সহায়তা প্রদানের সুবিধা। বিবিএ, এমবিএ অথবা ব্যবসাশিক্ষায় স্নাতক ডিগ্রিধারীরা পেতে পারেন চারটি পর্যন্ত ওয়েভার।
যোগাযোগ : এলসিবিএস- বাড়ি নং : ৩৯/বি, রোড নং: ১৪/এ, সাত মসজিদ রোড, ধানমণ্ডি, ঢাকা। বাড়ি নং : ১১৩, রোড নং: ১০, ও আর নিজাম রোড চট্টগ্রাম। ওয়েবসাইট : www.lcbsdhaka.com, www.facebook.com/lcbs.dhaka