টিপস : পরীক্ষার হলে যাওয়ার আগে-পরে

টিপস : পরীক্ষার হলে যাওয়ার আগে-পরে

  • ক্যারিয়ার ডেস্ক

দোরগোড়ায় পরীক্ষা। চেকলিস্ট তৈরি তো? একটু-আধটু ভুলের জন্যও কিন্তু মহাবিপদে পড়তে পারেন।


  • মানসিক প্রস্তুতি

পরীক্ষার আগের দিন বই নিয়ে বসার কোনো মানে হয় না। মাথা ঠাণ্ডা রাখুন, গান শুনুন, মজার মজার খাবার খান।

♦ আগের দিন দেখে আসুন সিট কোথায় পড়েছে, কত তলায় এবং কোন রুমে।

♦ বিচলিত বোধ করলে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সময় পার করার চেষ্টা করুন।

♦ ঘুমাতে যাওয়ার আগে স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে কলম, পেনসিল, রাবার, স্কেল নিয়ে নিন। সবার আগে রেখে নিন প্রবেশপত্র। প্রবেশপত্র নিয়ে বিড়ম্বনার ঘটনা কিন্তু প্রায় প্রতি পরীক্ষাতেই দেখা যায়।

♦ রাত জাগবেন না। দ্রুত ঘুমাবেন। সম্ভব হলে মোবাইল বন্ধ রাখুন। এটা অবশ্য কর্তব্য।

  • হলে ঢোকার আগে-পরে

♦ পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে হলে পৌঁছাতে হবে। সাত সকালে গিয়ে বসে থাকার দরকার নেই। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে গিয়ে অবসাদ ও ক্লান্তি ভর করতে পারে।

♦ সঙ্গে কোনো বাড়তি কাগজ যেন না থাকে। ক্যালকুলেটর, মোবাইল ফোন বা ইলেট্রনিক যন্ত্র (যেমন স্মার্টওয়াচ, ই-পেন, ট্যাব, ব্লুটুথ ডিভাইস, এমপিথ্রি) সঙ্গে নেবেন না।

♦ পরীক্ষা হলে যাওয়ার পরও অনেককে আঁকড়ে ধরে রাখতে পারে টেনশন। তাতেই উঁকি দেয় ঝুঁকি। ভয়ের কারণে চোখ এড়িয়ে যেতে পারে সঠিক উত্তর। ঝুঁকি নিয়ে অনেকে না-জানা উত্তরের বৃত্তও ভরাট করে দেন। এ বিষয়ে মনস্থির করে নিতে হবে আগেই।

♦ ৬০ মিনিটে ১০০টি এমসিকিউ। বিষয় জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। ভুল উত্তরের জন্য কাটা যাবে নম্বর। তাই আগেই ঠিক করে নিন উত্তর জানা না থাকলে এড়িয়ে যেতে হবে।

♦ টেনশন কমাতে পরীক্ষার হলে ঢুকে নিজের আসনে চুপচাপ বসে পড়ুন। ব্যাগ থেকে প্রবেশপত্র বের করে হাতের কাছে রাখুন।

♦ পরিচিত কেউ থাকলে তাকে সাহস জোগান। এতে নিজের ভয় কমবে। আর মনে মনে বলতে থাকুন, ‘আমি সব পারব… সব পারব।’

♦ পরীক্ষা শুরুর খানিক আগেই কানে তুলা দিন। মানে, কারো কথাতেই মন দেবেন না।

♦ উত্তরপত্র হাতে পেয়ে ধীরেসুস্থে ওএমআরে রোল ও রেজিস্ট্রেশনের বৃত্ত ভরাট করুন। দুবার চেক করুন।

  • প্রশ্নপত্র পাওয়ার পর

♦ প্রশ্ন পড়া শুরু করুন। তবে এ কাজে বেশি সময় নেওয়া যাবে না।

♦ যে প্রশ্নগুলো প্রথমবারের চেষ্টায় পারছেন না সেগুলো দ্রুত বাদ দিয়ে পরের প্রশ্নে চলে যান। তাহলে পরে আবার সেগুলো দেখার সময় পাবেন। favicon59-4

Sharing is caring!

Leave a Comment