দক্ষ তারুণ্য গড়ে ‍তুলতে

দক্ষ তারুণ্য গড়ে ‍তুলতে

  • ক্যারিয়ার ডেস্ক

যুবসমাজের বেকারত্ব পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের পথে তৈরি করে দীর্ঘমেয়াদি প্রতিবন্ধকতা। পড়ালেখা শেষ করে চাকরি পাওয়ার আগে লম্বা সময়ের বেকারত্ব তরুণ-তরুণীদের করে তোলে হতাশাগ্রস্ত। এই বেকারত্ব যত দীর্ঘ হয়, তরুণ-তরুণীরা ততই তাদের স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা এবং স্বকীয়তা হারায়। আরেক দিকে, চাকরিদাতাদের জায়গা থেকে দেখলে, অনেকক্ষেত্রেই শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী খুঁজে পায় না আত্মবিশ্বাসী ও কর্মদক্ষ কর্মকর্তা। ফলে প্রাথমিকভাবে সদ্য নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষিত ও দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে কেটে যায় লম্বা সময় এবং তাদের প্রশিক্ষণের পিছনে নিয়োগদাতাদের ব্যয় করতে হয় প্রচুর অর্থ। এত বিশাল যুবশক্তি দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্দেশ্যেই অ্যাডভান্সিং পাবলিক ইন্টারেস্ট ট্রাস্ট (এপিআইটি) উদ্যোগ নিয়েছে ‘শিক্ষা টু এমপ্লয়মেন্ট প্রোগ্রামের (এসটুইপি)।

এই প্রোগ্রামের আওতায় প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী থেকে শুরু করে সদ্য স্নাতকোত্তর বা মাস্টার্স-উত্তীর্ণ তরুণ-তরুণীদের দেশের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একজন নতুন প্রার্থী হিসেবে অংশগ্রহণের আগে প্রয়োজনীয় তথ্য, দক্ষতা ও দিক-নির্দেশনা দিয়ে আরও আত্মবিশ্বাসী এবং কর্মদক্ষ করে গড়ে তোলা হবে। এরই ধারাবাহিকতায় এপিআইটি গত জুলাই মাসে স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘আমরা কোম্পানিজ’-এর সহায়তায় যশোরে এবং পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেল ও প্রিমিয়ার সিমেন্টের সহায়তায় আগস্ট মাসে খুলনা জেলায় আয়োজন করে পাঁচ দিনব্যাপী ‘কর্ম সোপান পাটাতন’ আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের।

প্রতিটি ক্যাম্পে যশোর ও খুলনা জেলার বিভিন্ন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের থেকে আবেদনপত্র সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের পর নির্বাচিত একশ জন প্রশিক্ষণার্থী দক্ষ প্রশিক্ষকদের পর্যবেক্ষণে থেকে চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেমন—ব্যবহারিক ইংরেজি, চাকরি খোঁজা, আবেদন, মৌখিক পরীক্ষা, চাকরিতে আচার-আচরণ, চাকরিতে দৈনন্দিন কম্পিউটার ব্যবহার, ক্যারিয়ার পরিকল্পনা, উন্নয়ন ও অন্যান্য সাংগঠনিক দিকনির্দেশনা পেয়েছে।

‘কর্ম সোপান পাটাতন’-এর লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়াই না। প্রশিক্ষণ শেষে সার্বিক মূল্যায়নের ভিত্তিতে মেধাবী প্রশিক্ষণার্থীদের থেকে বাছাইকৃতদের আমরা কোম্পানিজ, পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেল ও প্রিমিয়ার সিমেন্ট তাদের অফিসে ট্রেনিং, ইন্টার্নশিপ অথবা স্থায়ী চাকরিতে নিয়োগ দেবে। এরমধ্যেই, আমরা কোম্পানিজ যশোর ক্যাম্প থেকে ১০ জনকে তাদের প্রতিষ্ঠানে নিয়োগ ও  ২০ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করেছে। ভবিষ্যতে প্রশিক্ষণার্থীদের তালিকা থেকে আরও অধিক সংখ্যক এসটুইপি’র অংশ হিসেবে তৈরি হবে একটি ওয়েবপোর্টাল। এই পোর্টালে প্রাথমিকভাবে সকল প্রশিক্ষণার্থীকে নিবন্ধিত করা হবে এবং তাদের সিভি সংরক্ষিত থাকবে।

প্রশিক্ষণের প্রচারণায় যশোর ও খুলনায় ইয়াং বাংলা প্লাটফর্মের সদস্যরা সার্বিক সহযোগিতা করেছে। প্রশিক্ষণ শেষে আরও অনেক প্রশিক্ষণার্থী নতুন করে  সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফর্মেশন (সিআরআই)-এর প্রতিনিধিরা প্রশিক্ষণার্থীদের ইয়াং বাংলা প্লাটফর্মের বিভিন্ন কর্মকাণ্ড দেশের তরুণ সমাজের অপার সম্ভাবনা সম্পর্কে অবহিত করেছে।

দেশের ভিশন ২০২১ ও জাতীয় যুবনীতি বাস্তবায়নের পথে অংশগ্রহণের উদ্দেশ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় তাদের প্রশিক্ষণ কেন্দ্র ব্যবহারের মাধ্যমে এসটুইপিকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে এপিআইটি’র। এই লক্ষ্যে এরমধ্যেই যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment