কোথায় নেবেন ফটোগ্রাফি প্রশিক্ষণ
- ক্যারিয়ার ডেস্ক
যেসব প্রতিষ্ঠান ফটোগ্রাফি শেখাচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠান হচ্ছে:
পাঠশালা
এখানে এক মাসের বেসিক কোর্স, দেড় মাসের উইকেন্ড বেসিক কোর্স, আড়াই মাসের ফাউন্ডেশন কোর্স এবং এক বছর ও তিন বছরের ফটোগ্রাফি কোর্স করতে পারেন। এক মাসের কোর্স করতে খরচ পড়বে ৫ হাজার টাকা। দেড় মাসের কোর্সে ৬ হাজার টাকা। আড়াই মাসের কোর্সে ৭ হাজার টাকা। আর এক বছর ও তিন বছরের কোর্সে ছয় মাস পরপর হয় এক সেমিস্টার। আর প্রতি সেমিস্টারে দিতে হবে ৩২ হাজার টাকা।
যোগাযোগ : পাঠশালা, ১৬ শুক্রাবাদ, পান্থপথ, ঢাকা-১২০৭। ফোন : ৯১৩৬৮৯৫, ০১৫৫২৩০২০৬২। ওয়েব :www.pathshala.net
চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি
এখানে ফটোগ্রাফির দেড় মাসের বেসিক কোর্স এবং চার মাসের ডিপ্লোমা কোর্স করানো হয়। কোর্সগুলো করতে খরচ পড়বে যথাক্রমে ৬ হাজার ও ১৫ হাজার টাকা। কোর্স পরিচালনা করবেন প্রখ্যাত ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ। আর ক্লাসগুলোও হবে ছুটির দিনে।
যোগাযোগ : বাড়ি-১ (২য় তলা), সড়ক-২, বীর উত্তম এমএ রব সড়ক, ধানমণ্ডি, ঢাকা। ফোন : ৮৬১০৪৮২, ০১৭১১৫২২১২৬।
প্রিজম ফটোগ্রাফি
বেসিক ওয়েডিং ফটোগ্রাফি কোর্স করানো হয় এখানে। ২ মাসব্যাপী এই কোর্সে খরচ পড়বে চার হাজার টাকা। প্রতি শুক্রবার নেওয়া হয় ক্লাসগুলো। তা ছাড়া ৬ মাসের অ্যাডভান্স ওয়েডিং ফটোগ্রাফি কোর্সও করানো হয়। এই কোর্সে খরচ পড়বে ৩০ হাজার টাকা। এছাড়াও এখানে পাবলিকেশন্স অব বুক ফটোগ্রাফিক ট্রেনিং, কন্ডাক্টিং অব ডিফারেন্ট টাইম বন্ড ট্রেইনিং অন ফটোগ্রাফি, অ্যাডভারটাইজিং ফটোগ্রাফি এবং স্টক অব ফটোগ্রাফি কোর্স করানো হয়। যোগাযোগ : খ-১৯, দক্ষিণ বাড্ডা, ঢাকা-১২১২। ফোন : ০১৮১৯৪০৯১৩৯, ওয়েব : prism.rafiq@gmail.com
ওয়েডিং ডায়রি স্কুল অব ফটোগ্রাফি
ওয়েডিং ফটোগ্রাফির ওপর বেসিক কোর্স করতে পারেন এখান থেকে। যে কোনো সময়ে ভর্তি হতে পারেন ওয়েডিং ডায়রি স্কুল অব ফটোগ্রাফিতে। এই কোর্সের মেয়াদ দুই মাস। মাত্র চার হাজার টাকা খরচ পড়বে কোর্স কমপ্লিট করতে। ক্লাসগুলোও হয় ছুটির দিনে।
যোগাযোগ করতে পারেন ০১৯৭৩৩৩৮৮৮১ এই নম্বরে। www.weddingdiary.com.bd ওয়েব অ্যাড্রেসে ক্লিক করে জানতে পারেন আরও বিস্তারিত।
আজম ফটোগ্রাফি
অ্যাডভান্স ফটোগ্রাফি এবং মডেল অ্যান্ড গ্গ্নামার- এই দুটি কোর্স এখান থেকে করতে পারেন ১২ হাজার টাকায়। একেকটি কোর্সের মেয়াদ দুই মাস।
যোগাযোগ : বাড়ি-৭৫, ধানমণ্ডি ৭/এ, ঢাকা। ফোন : ০১৮১৮৭০৭০৭০।