পাখির সাথে কিংবা খেলার মাঠে

পাখির সাথে কিংবা খেলার মাঠে

  • মো. তানভীর রহমান

বর্তমানের এই এমপ্লয়াবিলিটি ৩৬০ এর যুগে একজন সাংবাদিকতা বিভাগের ছাত্র কিংবা ছাত্রীর সাংবাদিকতার উপর বিশেষ ধারনার পাশাপাশি প্রয়োজন ফটোগ্রাফি কিংবা ক্যামেরাবিষয়ক সাধারণ জ্ঞান। তাই সে বিষয়ের উপর জোর দিতেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফটোগ্রাফি বিষয়ক এক কর্মশালা। কর্মশালার প্রধান অতিথি ছিলেন এই বিভাগেরই একজন প্রাক্তন ছাত্র সাহাদ আহমেদ রাজু, যিনি পেশায় বর্তমানে ডেইলি অবজারভারের স্পোর্টস রিপোর্টার ও ফটোগ্রাফার।

গত ২ ডিসেম্বর সকাল ১১.৩০ মিনিটে ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের ৫০৫ নং ক্লাসরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। শুরুতেই বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাহাদ আহমেদ রাজু। ক্যামেরা পরিচালনার কিছু সাধারণ জ্ঞান দিয়েই তিনি তাঁর বক্তব্য শুরু করেন। পরে তাঁর ফটোগ্রাফি ক্যারিয়ারের কিছু অভিজ্ঞতার কথা ভাগাভাগি করেন শিক্ষার্থীদের সাথে। সেখান থেকেই উঠে আসে পাখি কিংবা খেলার মাঠের নানান রকম অভিজ্ঞতার গল্প। তিনি পেশায় একজন স্পোর্টস রিপোর্টার হলেও শখের বশে তুলে বেড়ান পাখির ছবি। দেশের আনাচে-কানাচে ঘুরে বিভিন্ন জানা অজানা নানা রকমের পাখির ছবি তুলেছেন তিনি। সেসব ছবি প্রদর্শনীর পাশাপাশি শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন কিছু বিশেষ প্রজাতির পাখির গুণের সাথে। এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে উঠে আসে ফটোগ্রাফির নানা ব্যবহারিক দিক।

সাহাদ আহমেদ রাজু

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন এবং প্রভাষক রাশেদুল ইসলাম। ছাত্রজীবনে কীভাবে তাঁদের ফটোগ্রাফির উপরে এই আগ্রহ জন্মায় সেসব গল্পেরও জানান মেলে এই দুই শিক্ষকের কাছ থেকে।

সবশেষে কর্মশালায় উপস্থিত সকল শিক্ষার্থীদের হাতে সাহাদ আহমেদ রাজু সার্টিফিকেট তুলে দেন; এবং এর মাধ্যমে সমাপ্তি ঘটে প্রাণবন্ত এই আয়োজনের।

Sharing is caring!

Leave a Comment