ব্যর্থতা এড়ানোর ৭ উপায়
- ক্যারিয়ার ডেস্ক
০১. অন্যকে খাটো করে দেখা
কিছু মানুষ আছেন যারা কাজের জায়গায় নিজেকে বড় করে দেখাতে গিয়ে অন্যদের ছোট করেন। তাদের সঙ্গে এমনভাবে কথা বলেন বা কাজ করেন যেন তিনিই সেরা। একটি কথা মনে রাখতে হবে, সমাজে আপনার অবস্থান যত ওপরেই হোক না কেন অন্যকে ছোট করার কোনো অধিকার আপনার নেই। সহকর্মী কিংবা পরিচিতজনদের সঙ্গে বিনয়ী আচরণই আপনাকে সফল করে তুলতে পারে।
০২. এড়িয়ে যাওয়ার প্রবণতা
মানুষ সব সময় চায় ঝামেলা এড়িয়ে চলতে। এই প্রবণতার কারণেই অনেক সময় আমরা বিপদগ্রস্তদের এড়িয়ে যাই। সাহায্য তো দূরের কথা, সুপরামর্শ দিয়েও সাহায্য করি না অনেক সময়। জীবনে সফল হতে গেলে কখন কাকে প্রয়োজন পড়বে আমরা জানি না। কাউকে এড়িয়ে যাওয়া মানে নিজের প্রয়োজনে তার দরজা বন্ধ হয়ে যাওয়া।
০৩. অন্যের মতামতকে মূল্য না দেওয়া
সব বিষয়ে আপনার মতামতই সর্বশ্রেষ্ঠ হবে- এমন কোনো কথা নেই। অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন, তার মতামতকে মূল্য দিন। এমনও হতে পারে, অন্যের মতামত আপনার সফল জীবনের পথটা সুগম করে দেবে।
০৪. সময়ের মূল্য না বোঝা
দেরিতে অফিসে পেঁৗছা, আজকের কাজ অন্যদিনের জন্য ফেলে রাখা- এই স্বভাবগুলো আপনাকে নিশ্চিত বিফলতার দিকে নিয়ে যাবে। তাই সময়ের মূল্য দিন, সময়ের কাজ সময়ে করুন। শুধু তাই নয়; মূল্য দিন অন্যের সময়েরও।
০৫. যোগাযোগ রক্ষা না করা
কাজের ব্যস্ততায় আমরা অনেক সময় ফোন কিংবা ই-মেইল চেক করতে ভুলে যাই। অনেক গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে এ কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই মিসড কলের উত্তর দেওয়া এবং মেইলের উত্তর দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
০৬. নিজের সীমা বুঝতে না পারা
অফিসে কিংবা কাজের জায়গায় অনেক সময় আমরা কাজের ফাঁকে হাসি-ঠাট্টায় মেতে উঠি। অনেক অপ্রয়োজনীয় কথাবার্তা, হাসি-ঠাট্টাও হয় তখন। মজা করা ভালো, তবে সব সময় মনে রাখতে হবে, এ মজা যেন সীমা ছাড়িয়ে না যায়। নিজের সীমা বুঝেই সবার সঙ্গে আচরণ করা উচিত।
০৭. অহঙ্কারী না হয়ে ওঠা
জীবনে দু-একটা সাফল্য পেলেই যেন আপনি অহঙ্কারী হয়ে না ওঠেন সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, ছোটখাটো সাফল্যে বড়াই করলে চলবে না। বড় সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তাই অহঙ্কার বাদ দিয়ে কাজে মনোযোগ দিতে হবে।