১১০০ কর্মী নিয়োগ দেবে ব্র্যাক
- ক্যারিয়ার ডেস্ক
বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা ব্র্যাক। এর কার্যক্রম শুরু হয় ১৯৭২ সাল থেকে। তখন থেকেই তারা বিভিন্ন আর্থসামাজিক কর্মসূচির মাধ্যমে দারিদ্র বিমোচনে কাজ করেছে। এখন পর্যন্ত ব্র্যাকের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির অধীনে ১৭ হাজারের বেশি কর্মী কাজ করছে। দারিদ্র বিমোচনের জন্য ব্র্যাক সারাদেশে ২ হাজার ২’শ শাখা স্থাপন করেছে যার মাধ্যমে দরিদ্রদের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণসেবা প্রদান করছে। ৫০ লাখেরও বেশি জনগণ এই সেবা গ্রহণ করছে। এই মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতেই আরও ১১০০ কর্মী নিয়োগ করা হবে। যারা এই কার্যক্রমে কাজ করতে আগ্রহী তারা এখানে আবেদন করতে পারেন।
- যে কাজ করতে হবে
- শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। শুধু সিলেট এবং চট্টগ্রাম বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক কিংবা সমমানের হতে হবে। সেই সঙ্গে শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগে কিংবা জিপিএ অথবা সিজিপিএ ২.০০ থাকতে হবে।
- বেতন ও সুযোগ সুবিধা
উল্লেখিত পদের জন্য সর্বসাকূল্যে বেতন নির্ধারণ করা হয়েছে ১৩,০৩৮ থেকে ১৪,৯৪৬ টাকা পর্যন্ত। নিয়োগপ্রাপ্ত কর্মীরা যাবতীয় নিরাপত্তা সুবিধা ও বিভিন্ন উত্সব ভাতা পাবেন। এর মধ্যে রয়েছে আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্যবীমা ও অন্যান্য সুযোগ-সুবিধা।
- আবেদনে যা লাগবে
আবেদনের জন্য সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সনদের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। এতে চাকরির জন্য আবেদনকারীর প্রতি নিয়োগকর্তার আস্থা তৈরি হবে। আবেদনকারীকে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে বলা হয়েছে। আবেদনের জন্য যাবতীয় কাগজপত্র সরাসরি, ডাকযোগে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে। আবেদন প্রক্রিয়া শেষে যাচাই বাছায়ের পর মোবাইল ফোনের মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও তারিখ।
- পরীক্ষা পদ্ধতি
বাংলা, গণিত, ইংরেজিসহ সাধারণ জ্ঞানের ওপর লিখিত প্রশ্ন আসে। এ পরীক্ষার প্রশ্নপত্র তেমন একটা কঠিন হয় না। তাই এ নিয়ে ভয়ের কিছু নেই। সাধারণত ১০০ নম্বরের মধ্যে ৬০ লিখিত, ৪০ ভাইভায়। যেহেতু ফিল্ড লেভেলে সাধারণ মানুষদের সঙ্গে কাজ করতে হবে, তাই মিশুক ও বিরূপ পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
- বয়স ও কর্মস্থল
উল্লেখিত পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তদের কাজ করতে হবে মাঠ পর্যায়ে।
- যেভাবে আবেদন করবেন
আবেদনকারীকে আবেদনপত্র, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়—ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার, ৫ম তলা, ৭৫ মহাখালী, ঢাকা-১২১২। আবেদনপত্র এবং খামের ওপর যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ অক্টোবর।
উল্লেখ্য যে, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসেবে ৫,০০০ টাকা জমা দিতে হবে। জমাকৃত টাকা চাকরিতে যোগদানের ছয়মাস পর ফেরত দেওয়া হবে।
- সম্ভাবনার জায়গা
দারিদ্র বিমোচনে এখন পর্যন্ত ঠিক কত লোক কাজ করছে তার সঠিক তথ্য দেওয়া খুবই কঠিন এবং এই খাতে কত লোক নিয়োগ দেওয়া হয় তাও বলা কঠিন। তবে সারাবছরই দেশব্যাপী এ নিয়োগ দিয়ে থাকে। ব্র্যাকে কর্মরত ফিল্ড অফিসার মো. আলাউদ্দিন আলাল বলেন, ‘বিভিন্ন সংস্থা বিভিন্ন সময়ে সারা দেশে কত লোক নিয়োগ দেয় তা বলা সম্ভব নয়। প্রতিবছর এই খাতে নতুন করে যুক্ত হচ্ছেন বিপুল সংখক নতুন কর্মী। যত দিন যাচ্ছে এই খাতে লোকবলের চাহিদাও তত বৃদ্ধি পাচ্ছে। দারিদ্র বিমোচনে কাজ করে এমন সংস্থা যোগ্যদেরকে উপরের পদে যায়গা করে দিচ্ছে।’ তিনি আরও জানান, এই পেশায় বর্তমানে মেয়েরাও যুক্ত হচ্ছেন অনেক। মেয়েদের জন্য এই পেশা একটু বেশি চ্যালেঞ্জিং হলেও তারা তা করছেন। নারীদের সাথে মহিলা কর্মীরা কাজ করতে বেশ স্বাচ্ছ্যন্দ বোধ করে। প্রত্যন্ত এলাকায় মহিলা কর্মীরা কাজের দারুণ সফলতা প্রমাণ করেছে।
ব্র্যাকের যোগাযোগ ব্যবস্থাপক মাহবুবুল আলম বলেন, ‘আর্থিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে জীবন ও জীবিকার মান উন্নয়নে ব্র্যাক ১৯৭২ সাল থেকে কাজ করে আসছে। বাংলাদেশে অনেক কর্মী কাজ করছে যার সংখ্যা ১৭ হাজারের বেশি। প্রতিনিয়তই ব্র্যাকের কার্যক্রম বেড়েই চলেছে। এ জন্য প্রতিটি ব্রাঞ্চেই কর্মী বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এ কারণেই এতো নিয়োগ। সামনে আরো নিয়োগ আসতে পারে।’ বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, উগান্ডা, লাইবেরিয়া ও তানজানিয়ায় ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই দক্ষ কর্মীদের বিদেশে কাজ করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।