ট্যুরিজম ম্যানেজমেন্টে আছে সুযোগ
- ক্যারিয়ার ডেস্ক
প্রতিটি শিক্ষার্থীর বিশেষ করে এইচএসসি পাশের পর কোন বিষয় নিয়ে পড়বে, কোথায় পড়বে, ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করার সময় এখনই। তাছাড়া যেহেতু বর্তমানে হোটেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট একটি অপার সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে এবং দেশেই প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে তাই এই বিষয়ে অনেকে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করছে। ভাল ছাত্রের স্বপ্ন হচ্ছে বিদেশে বিশেষ করে যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, কানাডা, জার্মানীসহ ভালো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী অর্জন। তবে স্বপ্ন পূরণের প্রধান অন্তরায় হচ্ছে বিপুল খরচ যা আমাদের দেশের তুলনায় প্রায় দশগুন। তাই ইচ্ছে থাকা স্বত্ত্বেও সকলের পক্ষে বিদেশে গিয়ে পড়াশোনা সম্ভব হয় না। একদিকে বিদেশী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী অর্জনের প্রবল আকাঙ্খা অন্যদিকে আর্থিক অস্বচ্ছলতা এই বাস্তবতাকে উপলব্ধি করে বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে সরকার অনুমোদিত এবং আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) কনফেডারেশন অব ট্যুরিজম এ হসপিটালিটি (সিটিএইচ), ইউকে-এর অধীনে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট প্রোগ্রাম পরিচালনা করে আসছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নে দেওয়া হলো-
শিক্ষা পদ্ধতি :এ শিক্ষা ব্যবস্থায় সিটিএইচ-এর তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। এর যাবতীয় ক্লাশ অনুষ্ঠিত হয় বিএসডিআই-তে।
সার্টিফিকেট :এ শিক্ষা ব্যবস্থায় যুক্তরাজ্যের সিটিএইচ কর্তৃক ডিপ্লোমা/অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয়।
ক্রেডিট ট্রান্সফার :যুক্তরাজ্যসহ দেশে-বিদেশে সহস্রাধিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্রেডিট ট্রান্সফারের সুযোগ রয়েছে।
ভর্তির যোগ্যতা :যে কোন গ্রুপে এইচএসসি/এ লেভেল অথবা সমমান পাশকৃত ছাত্র-ছাত্রী প্রোগ্রামটি সম্পন্ন করতে পারবে।
চাকরি সুবিধা :পাশকৃতদের জন্য বিএসডিআই-এর সহায়তায় বিভিন্ন হোটেলে ইন্টার্নশীপসহ চাকরির সুবিধা প্রদান করে থাকে।
ভর্তির সেশন :বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই)-তে বছরে ৪টি সেশনে (জানুয়ারি, মে ও সেপ্টেম্বর ও নভেম্বর ) চাকরিজীবীরা সান্ধ্যকালীন শিফটে অংশগ্রহণ করতে পারে।
বিস্তারিত :বিএসডিআই, বাড়ী-২, রোড-১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন:০১৭১৩৪৯৩২৪৬।