চাকরি খুঁজুন ওয়েবে
- ক্যারিয়ার ডেস্ক
চাকরির খোঁজ জানতে এখন আর প্রতিষ্ঠানের দোরগোড়ায় ঢুঁ মারতে হয় না। ঘরে বসে অনলাইনেই মেলে দরকারি সব তথ্য। বিভিন্ন খাতের সব চাকরির বিজ্ঞপ্তি তো বটেই, আবেদনের উপায়, ক্যারিয়ার কাউন্সেলিংসহ নানা সেবা দিয়ে যাচ্ছে অনলাইনে চাকরি খোঁজার বিভিন্ন সাইট। প্রতিষ্ঠিত প্রায় সব প্রতিষ্ঠানই পত্রিকার পাশাপাশি এসব জব সাইটে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করে থাকে। প্রায় প্রতিদিনই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির খবর পাওয়া যায় এ সাইটগুলোতে। এসব চাকরির ওয়েবসাইটে ঢুকে নিজের জীবনবৃত্তান্ত জমা রাখা যায়। এই জীবনবৃত্তান্ত দেখেই অনেক প্রতিষ্ঠান সাক্ষাৎকারের জন্য ডাকে। জব অ্যালার্ট সেবা চালু থাকলে ই-মেইল বা এসএমএসেও জানিয়ে দেওয়া হয় চাকরির খবর।
জেনে নিন কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা-
www.bdjobs.com
www.jobsa1.com
www.prothom alojobs.com
www.jobsbd.com
www.alljobsbd.com
www.deshijob.com
www.bdgateway.org
www.jobsbangladesh.com
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের চাকরিদাতা প্রতিষ্ঠান প্রতিবছর বিভিন্ন বিষয়ে দক্ষ পেশাজীবীদের নিয়োগ দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের চাকরির খোঁজ মিলবে বেশ কিছু ওয়েবসাইটে। জেনে নিন এ রকম কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা- www.monster.com www.jobstreet.com www.gulftalent.com