চাকরির প্রস্তুতি নিন এখন থেকেই
- ক্যারিয়ার ডেস্ক
আমাদের দেশের প্রেক্ষিতে চাকরি খোঁজার চেয়ে কঠিন কাজ আর নেই। তবে এই কঠিন কাজেও সফল হচ্ছে অনেক মানুষ। সঠিকভাবে এগিয়ে গেলে সফলতা আসবেই। তাই চাকরি পেতে কীভাবে নিজেকে গড়বেন তা জেনে নিন।
সঠিক পরিকল্পনা করুন
আপনি কী ধরনের চাকরি করতে চান বা, কোন চাকরিটা আপনার ভালো লাগে তা আগে নির্ধারণ করুন। পরবর্তীতে সে অনুযায়ী চাকরি পাওয়ার পরিকল্পনা নিয়ে অগ্রসর হোন।
সুস্থ থাকুন
প্রতিযোগিতামূলক বাজারে চাকরির ইন্টারভিউ দিতে হলে মানসিক ও শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নিয়মিত ব্যায়াম করুন। পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি পরিমিত ঘুম অত্যন্ত প্রয়োজন।
সহযোগীতা নিন
একার পক্ষে যা সম্ভব নয়, সমবেত প্রচেষ্টায় তা হয়ে সহজ হয়ে উঠে। আপনার পরিচিত বন্ধু যারা চাকরি খুঁজছেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। যারা চাকরি করছেন তাদের সঙ্গেও যোগাযোগ রাখুন। পরস্পর সহযোগিতার মাধ্যমে আদান-প্রদান করুন চাকরি সংক্রান্ত তথ্যাবলী। প্রভাবশালী কেউ যদি আপনাকে সাহায্য করতে সক্ষম বলে মনে করেন, তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন, তার সঙ্গে যোগাযোগ রাখুন নিয়মিত। মনে রাখবেন, চাকরির সুযোগের একটি বিরাট অংশ পূরণ হয় যোগাযোগের মাধ্যমে।
অধ্যবসায়ী হোন
আত্মবিশ্বাসের সঙ্গে অধ্যবসায় যুক্ত হলে পৃথিবীর অনেক আসাধ্যকে সাধন করা যায়। তাই ধৈর্য্য হারা না হয়ে অধ্যবসায়ের মাধ্যমে কাজ করুন।
ধৈর্য্যশীল হোন
চাকরি নামক সোনার হরিণটি হাতের মুঠোয় আনতে ধৈর্য্যশীল হওয়া প্রয়োজন। তাই সফলতা পেতে ধৈর্য্য নিয়ে কাজ করে যান। সফলতা আপনার কম ছুবেই।
নিয়মিত লেখাপড়া করুন
লেখাপড়া না করে চাকরি পাওয়া মুশকিল। যে বিষয়ে আপনি চাকরি করতে চান সে বিষয়ে প্রচুর পড়ালেখা করুন। ইংরেজি বাংলা, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের সাধারণজ্ঞানসহ সামপ্রতিক তথ্যাবলী আপনি ভালোভাবে পড়তে থাকুন। তাছাড়া রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকসহ সাধারণ জ্ঞান অর্জন করুন। কম্পিউটারে দক্ষতা ও ইংরেজিতে কথাবার্তা বলা জানলে চাকরি পাওয়া অনেকটাই সহজ হবে।
ইন্টারভিউ ভীতি দূর করুন
মনে করে দেখুন জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন, অনেক পরীক্ষায় উত্তীর্ণও হয়েছেন। কিন্তু ইন্টারভিউ হলো এসবের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ, বৈচিত্র্যময় এবং কঠিন প্রক্রিয়া। কোনো চাকরির জন্য ১০টি পোস্টের বিপরীতে ৫০ হাজার প্রার্থীও থাকতে পারে। তাই সেটা আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে আসবে, তাতে সন্দেহ নেই। কিন্তু তাই বলে ভয় পেলে চলবে না। আত্মবিশ্বাসের সঙ্গে ইন্টারভিউয়ের সম্মুখীন হোন।