যে কারণে আকর্ষণ হারাচ্ছেন আপনি
- ক্যারিয়ার ডেস্ক
সবার মাঝে আকর্ষণীয় হতে কে না চায়? বন্ধুদের মাঝে, অফিসে, পরিবারে সবখানেই জনপ্রিয় হতে চাই আমরা। কিন্তু সবাই কি তাই পারি? একজন আকর্ষনীয় ব্যক্তিত্ব হওয়ার বাসনা মনে থাকলেও আচরণে অভ্যাসে এমন অনেক কিছুর চর্চা হয়ত আপনি করে চলেছেন যা আপনাকে করে তুলছে মলিন। কোনভাবেই চোখে পড়ছেন না আপনি। জেনে নিন কী সেই অভ্যাসগুলো-
আত্মকেন্দ্রিক
আপনি অনেক বেশি আত্মকেন্দ্রিক। সবসময়ই আপনার মনোযোগ থাকে নিজের উপর। আপনি গল্প করার সময় নিজেকে নিয়ে গল্প করতেই বেশী পছন্দ করেন। অন্যদের কথা শুনতে তেমন ভাল লাগে না আপনার। আপনার কাছে শুধু আপনিই গুরুত্বপূর্ণ। এমন মানুষকে কার ভাল লাগে বলুন। এখনই সময় বদলানোর। অন্যের মাঝে জনপ্রিয় হতে হলে অন��যকেও গুরুত্ব দিতে পারতে হবে।
বাহ্যিক সৌন্দর্য্যের দিকে বেশী মনোযোগ
প্রকৃত সৌন্দর্য্য আসে মানুষের ভেতর থেকে। আপনি যদি একজন ভাল মনের অধিকারী হোন আপনার চেহারায়ও ফুটে উঠবে নিষ্পাপ ভাব। আপনি যদি দয়ালু, ব্যক্তিত্ববান, স্মার্ট মানুষ হোন আপনার চোখেমুখেই ফুটে উঠবে সেই দীপ্তি। মনের সৌন্দর্য্যকে বাড়ানোর চেষ্টা না করে আপনি যদি শুধু বাহ্যিক সৌন্দর্য্য বাড়াতে সচেষ্ট হোন তাহলে সাময়িক জনপ্রিয়তা পাওয়া সম্ভব। কিন্তু দীর্ঘমেয়াদী শ্রদ্ধা, সম্মান পাওয়া সম্ভব নয়।
সারাক্ষণ প্রতিযোগিতার মনোভাব
প্রতিযোগিতা খুবই বাজে জিনিস। আপনি যদি সারাক্ষণ অন্যের চেয়ে ভাল হতে চান তাহলে আপনি কখনো কারও ভাল বন্ধু হতে পারবেন না। এমনকি হতে পারবেন না ভাল বোন বা ভাই বা সন্তান। কারণ আপনি সারাক্ষণ অজান্তেই অন্যকে অতিক্রম করতে চাইবেন। আপনার মাঝে জায়গা করে নেবে ঈর্ষা, ভালবাসা নয়। নিজের যোগ্যতায় বিশ্বাস করুন। অন্যদের চেয়ে ভাল নয়, নিজে একজন ভাল মানুষ হোন।
কিছু বন্ধুকে শত্রু ভাবা
যেসব মানুষ বন্ধুদের মাঝে আকর্ষণীয় নন দেখা গেছে তারা প্রায়ই তাদের বন্ধুদের সাথে কলহে জড়িয়ে পড়েন। বন্ধুরা আপনার শত্রু নন। তাদেরকে বোঝার চেষ্টা করুন। সম্পর্কের মূল্য দিন। তাদের কোন আচরণে কষ্ট পেলে সেটা তাদের বুঝিয়ে বলুন। ঝগড়া কোন সমাধান নয়। ঝগড়া করা, লড়াই করা, বন্ধুদের উপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করা এই সবকিছুই আপনার জনপ্রিয়তা হারানোর বা কখনো গড়ে না ওঠার কারণ।
অভিযোগ করা
আপনি কি সবসময় অভিযোগ করেন? এমন অনেকেই আছেন যারা অল্পতেই নিজেদের গুরুত্ব নিয়ে আশংকা বোধ করতে থাকেন। যেমন, আপনার বন্ধুরা হয়ত কোথাও বেড়াতে গেলেন। আপনাকে সঙ্গে না নিয়েই। আপনি রেগে গেলেন, ভাবলেন তারা আপনাকে গুরুত্ব দিচ্ছেন না। অথচ সেই ট্যুরে অনেক কারণেই আপনি যেতে পারতেন না বা মানিয়ে নিতে আপনার সমস্যা হত।
এধরণের আচরণ করেন সেই মানুষেরা যারা সবসময় হীনমন্যতায় ভোগেন এবং জোর করে গুরুত্ব তৈরি করতে চান। আপনি নিজেই আপনাকে এড়িয়ে চলার কারণ তৈরি করছেন। নিজেকে পালটে ফেলার এখনই সময়।
আত্মবিশ্বাসী হোন। আপনার ব্যক্তিত্ব অন্যকে আকর্ষণ করবে এমনভাবে নিজেকে প্রকাশ করুন। বদলে ফেলুন এই বদভ্যাসগুলো ধীরে ধীরে। দেখবেন, আপনিই প্রভাব বিস্তার করছেন সবার মাঝে।