উড়ালপথে ক্যারিয়ার
- ক্যারিয়ার ডেস্ক
সময়টা এখন প্রযুক্তির। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির ওপর ভর করে। প্রযুক্তির বিশ্ব বাস্তবতায় তাই অনেকেই কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় উৎসাহিত হচ্ছে। যুগের সঙ্গে তাল মেলাতে নিত্যনতুন বিষয়ও যোগ হচ্ছে কারিগরি শিক্ষাব্যবস্থায়। শিক্ষার্থীদের সামনে পেশাজীবনে যোগ হচ্ছে নতুন নতুন সম্ভাবনা। তরুণরো খুঁজে পাচ্ছে নতুন দিকনির্দেশনা। প্রাতিষ্ঠানিক পর্যায়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি ও প্রকৌশলের বিদ্যমান বিভিন্ন বিষয়ের সঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়ছে বেশ কিছু বিষয়। এর অন্যতম হলো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্রকৌশল বিদ্যায় এ বিষয়ে এয়ারক্রাফটের বিভিন্ন যন্ত্রাংশের নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়ে থাকে। বেসরকারি পর্যায়ে এখন বাংলাদেশেও অ্যারোনটক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশে বিএসসি ইন অ্যারোনটক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা যাচ্ছে কলজে অব অ্যাভিয়েশন টেকনোলজিতে (ক্যাটেক)। উত্তরার ১১ নম্বর সেক্টরের রোড ২, বাড়ি ১৪-এ গড়ে তোলা হয়েছে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি। এ সম্পর্কে আরও জানতে ০১৯২৬৯৬৩৬৫৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।
বিবিএ (অনার্স) ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট হলো অনার্স কোর্স, যা মূলত যেকোনো বিভাগ থেকে এইচএসসি বা ‘এ’ লেভেল পাসকৃত শিক্ষার্থীরা করতে পারবে। যেকোনো বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে। ৪ বছরে ৮ সেমিস্টার। বিবিএ (অনার্স) ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট ও বিএসসি (অনার্স) ইন অ্যারোনটক্যাল ও অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজিতে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে সুদূর নরসিংদী থেকে পড়তে আসা সুরভী বলেন, ‘ছোটবেলা থেকেই মনে স্বপ্ন ছিল এয়ারলাইন্সে কাজ করার। তাই এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করছি।’ আমাদের দেশের প্রেক্ষাপটে এই সেক্টরে দিন দিন চাকরির বাজার প্রসারিত হচ্ছে। এই মুহূর্তে অ্যাভিয়েশন সেক্টরে বিপুল দক্ষ লোকের অভাব পরিলক্ষিত হচ্ছে। যার ফলে ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে জনবল সেভাবে পাওয়া যাচ্ছে না। তাই এখানে ক্যারিয়ার গড়ে তোলার এটাই আদর্শ সময়।