প্রশিক্ষণ পাবে নারীরা
- ক্যারিয়ার ডেস্ক
নারীদের স্বাবলম্বী করতে ছয় বিষয়ে প্রশিক্ষণ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর। অন্যদিকে নারী উদ্যোক্তা তৈরিতে আট বিষয়ে প্রশিক্ষণ দেবে এসএমই ফাউন্ডেশন। এ ছাড়া চার বিষয়ে প্রশিক্ষণ দেবে বাগেরহাটের মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট।
মহিলাবিষয়ক অধিদপ্তর
মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) জাকিয়া ইয়াসমিন জোয়ার্দার জানান, অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে দর্জিবিজ্ঞান, এমব্রয়ডারি এবং ব্লক বাটিক ও টাইডাই কোর্সে। এসব কোর্সের মেয়াদ চার মাস। প্রতি ব্যাচে ১৫ থেকে ৩০ জন ভর্তি করা হবে। দুই ব্যাচে ক্লাস নেওয়া হবে। প্রথম ব্যাচ শুরু হবে সকাল ১০টায় ও দ্বিতীয় ব্যাচ দুপুর ২টায়। আবেদন ফরম পাওয়া যাবে ১ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে। ভর্তির জন্য যোগাযোগ করতে হবে সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অত্র দপ্তরের (চতুর্থ তলা) প্রশিক্ষণ কক্ষে। প্রতিটি কোর্সের ফি ৩৩০ টাকা, এর মধ্যে ২০০ টাকা জামানত, যা ফেরতযোগ্য।
অধিদপ্তরের কম্পিউটার কোর্স প্রোগ্রামার ফজলে রব জানান, চার মাস মেয়াদি কম্পিউটার বেসিক, উইন্ডোজ অপারেশন অ্যান্ড অনলাইন আউটসোর্সিং টেকনিক কোর্সে ভর্তির যোগ্যতা এসএসসি। কোর্স ফি আড়াই হাজার টাকা। গ্রাফিকস ডিজাইন অ্যান্ড অনলাইন আউটসোর্সিং টেকনিক বিষয়ে আবেদনের যোগ্যতা এইচএসসি, কোর্স ফি পাঁচ হাজার টাকা। ওয়েবসাইট ডিজাইন উইথ এইচটিএমএল, সিএসএস, ওয়ার্ড প্রসেস ও অনলাইন আউটসোর্সিং কোর্সে এইচএসসি হলেই আবেদন করা যাবে, ফি আট হাজার টাকা। প্রতি শিফটে নেওয়া হবে ২৪ জন করে।
যোগাযোগ : মহিলাবিষয়ক অধিদপ্তর, নবম তলা, ৩৭/৩ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা।
ফোন : ০২-৯৩৩২৩৭৪, ০১৭১২৫১৫১১৪
এসএমই ফাউন্ডেশন
এসএমই ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা উন্নয়ন বিভাগের উপব্যবস্থাপক নাজমা খাতুন জানান, টাঙ্গাইল ও দিনাজপুরে খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও মোড়কজাতকরণ; সিলেট ও খুলনায় অ্যাডভান্সড বিউটিফিকেশন ও বিউটি পার্লার ব্যবস্থাপনা, চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে আর্টিফিশিয়াল জুয়েলারি প্রস্তুতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। চামড়াজাত পণ্য উত্পাদন, ই-কমার্স, শিশু দিবাযত্নকেন্দ্র পরিচালনা, ইলেকট্রনিক পণ্য সার্ভিসিং ও লন্ড্রিং পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে শুধু ঢাকা কেন্দ্রে। শিশু দিবাযত্নকেন্দ্র পরিচালনার জন্য এইচএসসি এবং অন্য সব বিষয়ে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। বিউটিফিকেশন ও বিউটি পার্লার ব্যবস্থাপনার জন্য পার্লার ব্যবসা ও সঙ্গে ট্রেড লাইসেন্স থাকতে হবে। প্রতিটি কোর্সে ৩০ জন করে নেওয়া হবে। রেজিস্ট্রেশন ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। ফাউন্ডেশনের অফিস অথবা ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। সরাসরি বা ই-মেইল (nazma@smef.org.bd) করে আবেদনপত্র জমা দেওয়া যাবে। অনলাইনেও (hrd.smef.org.bd) আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ৮ ডিসেম্বর।
যোগাযোগ : এসএমই ফাউন্ডেশন, রয়েল টাওয়ার,
৪ পান্থপথ, ঢাকা-১২১৫।
ফোন : ০২-৮১৪২৯৮৩, ০১৭২১০১২৩৪০
মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাগেরহাট
বাগেরহাটের মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। সঙ্গে ৩০০ টাকা হারে মাসিক ভাতা ও প্রশিক্ষণ চলাকালীন থাকা ও খাওয়ার খরচ বহন করবে কর্তৃপক্ষ।
ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং কোর্সে ৩০, বিউটিফিকেশন (বিউটি পার্লার) কোর্সে ৩০ এবং আধুনিক গার্মেন্টসে (সুইং মেশিন মেইনটেন্যান্স ও অপারেশন) ১৫ জন প্রশিক্ষণ পাবে। অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। এ ছাড়া কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে প্রশিক্ষণ পাবে ৩০ জন। ভর্তির যোগ্যতা এসএসসি। সব কোর্সের মেয়াদ ছয় মাস, বয়স থাকতে হবে ১৮ থেকে ৩৫-এর মধ্যে।
ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.watibagerhat.gov.bd) আবেদন ফরম ও ভর্তির সব তথ্য পাওয়া যাবে। ভর্তি ফরম বা সাদা কাগজে লিখে আবেদন করা যাবে। আবেদনপত্রে ট্রেডের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, নাগরিকত্ব সনদ বা ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। অনলাইনে, হাতে হাতে বা ডাকযোগে আবেদন জমা দেওয়া যাবে। শেষ তারিখ ২৫ ডিসেম্বর। ভর্তি পরীক্ষা হবে ২৬ ডিসেম্বর সকাল ১০টায়।
যোগাযোগ : মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, মহিলাবিষয়ক অধিদপ্তর, বাগেরহাট।
মোবাইল : ০১৭১১০৫৯৮০৭, ০১৭১৮৬৬৪৯৯৮