দুর্যোগ ব্যবস্থাপনায় পড়তে চাইলে
- ক্যারিয়ার ডেস্ক
দেশের উপকূলীয় এলাকায় ঝড়-জলোচ্ছ্বাস ফি বছরের ঘটনা। প্রাকৃতিক নানা কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি। ঘূর্ণিঝড় সিডরে অসংখ্য মানুষের প্রাণহানি আর ক্ষয়ক্ষতির স্মৃতি এখনো আমাদের স্মৃতিতে জ্বলজ্বল করে। তা ছাড়া মানবসৃষ্ট দুর্যোগের কথাও এর সঙ্গে যুক্ত করতে হয়। সর্বশেষ ‘সাভার বিপর্যয়’ এর বড় উদাহরণ। সার্বিক পরিস্থিতিতে তাই বাংলাদেশে ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো হচ্ছে। কিন্তু বিষয়টির চাহিদা বাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে চালু হয়েছে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ। স্বতন্ত্র এই ইনস্টিটিউটের মাধ্যমে গত বছর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) পড়ার সুযোগ তৈরি হয়েছে।
এই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পাঠের সুযোগ তৈরি হয় ২০০৯ সাল থেকে। সেন্টার ফর ডিজাস্টার অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (সিডিভিএস) থেকে কোর্সটি পরিচালিত হয়। ইনস্টিটিউটের পরিচালক পরিচালক মাহবুবা নাসরীন বলেন, পরিচালক মাহবুবা নাসরীন বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনার কদর এখন প্রতিনিয়ত বাড়ছে। শুধু দেশেই নয়, দেশের বাইরেও রয়েছে বিষয়টির ব্যাপক চাহিদা। গত শিক্ষাবর্ষ থেকে আমরা স্নাতক পর্যায়ে ভর্তি শুরু করেছি। প্রথম ব্যাচে ৪২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ ছাড়া স্নাতকোত্তর ও ডিপ্লোমা চালু রয়েছে আগে থেকেই।’
যাঁরা পরিবেশ ও দুর্যোগ বিষয়ে কাজ করছেন, তাঁদের মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমডিএম) কোর্সটি বেশি সাহায্য করবে। আবেদনপত্রের মূল্য ৮০০ টাকা। ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের সন্ধ্যাকালীন এই কোর্সটিতে চার সেমিস্টারে স্নাতকোত্তর সম্পন্ন করতে খরচ হবে ৫০ হাজার টাকা। এ ছাড়া সার্টিফিকেট কোর্স করা যাবে ১৫ হাজার টাকায় এবং ডিপ্লোমা কোর্সে খরচ পড়বে ২৫ হাজার টাকা। দুই বছর মেয়াদি মোট চার সেমিস্টারে স্নাতকোত্তর সম্পন্ন করা যাবে এই ইনস্টিটিউট থেকে। মাহবুবা নাসরীন জানান, এখানে ভর্তি হওয়ার জন্য মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়—যেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন করা হয়। স্নাতকোত্তর শ্রেণীতে মোট আসন ৪০টি। স্নাতকোত্তর পর্যায়ে বর্তমানে মোট চারটি ব্যাচ অধ্যয়নরত। ৬৪ ক্রেডিট আওয়ার মোট ১৬০০ নম্বরের ওপর পড়ানো হয় দুই বছর। এরই মধ্যে একটি ব্যাচ স্নাতকোত্তর শেষ করেছে।
ইনস্টিটিউটের পরিচালক জানান, বর্তমানে বিষয় হিসেবে চাকরির বাজারেও দুর্যোগ ব্যবস্থাপনার যথেষ্ট চাহিদা রয়েছে। এ বিষয়ের তাই যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
যোগাযোগ: ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, প্রথম তলা, রুম নম্বর ১০৫৯, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯০০-৭৩, এক্স-৬৫৯৯, ০১৭২১৪৭২৬৩০, ই-মেইল: cdvs.sociodu@gmail.com, ওয়েবসাইট: www.univdhaka.edu
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে।