১০ পদ আপনার অপেক্ষায়
- ক্যারিয়ার ডেস্ক
বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১০ ধরনের পদে ১৯ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে অস্থায়ীভাবে এসব পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে ৩০ এপ্রিলের মধ্যে।
যেসব পদে নিয়োগ
বিশেষজ্ঞ [গবেষণা) একজন, সহকারী প্রোগ্রামার একজন, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার একজন, সহকারী বিশেষজ্ঞ [কোর্স অ্যাক্রিডিটেশন] একজন, সহকারী বিশেষজ্ঞ [লার্নিং ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট] দু’জন, কোয়ালিটি অ্যাসিওরেন্স অফিসার আটজন, ইনফরমেশন অফিসার একজন, উপসহকারী প্রকৌশলী [সিভিল] একজন, উপসহকারী প্রকৌশলী [ইলেকট্রিক্যাল] একজন এবং প্রুফ রিডার দু’জনসহ মোট ১৯ জনবল নিয়োগ দেওয়া হবে।
আবেদন যোগ্যতা
এসব পদে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞাপনে উলি্লখিত বিভিন্ন বিষয়ে দক্ষতার পাশাপাশি পদ অনুযায়ী প্রার্থীদের বিভিন্ন মেয়াদে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্নও হতে হবে।
বয়সসীমা
আবেদনকারীদের বয়স ৩০ এপ্রিল ২০১৭ অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা বিধি অনুযায়ী নির্ধারিত হবে। বিজ্ঞপ্তি অনুসারে বিভাগীয় এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন-ভাতা
পদমর্যাদা অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ১৬ হাজার থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। থাকবে অন্যান্য সুযোগ-সুবিধাও।
যেভাবে আবেদন
আবেদন করতে হবে বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে। আবেদন ফরমটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের www.bteb.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা- সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। সুযোগ পেতে আবেদন করুন যথাযোগ্য নিয়ম মেনে।