সফলদের অমীয় কথা

সফলদের অমীয় কথা

  • মো. সাইফ

সফলদের ব্যাপারে আমাদের আগ্রহ সীমাহীন। আমাদের জানতে ইচ্ছে হয় সাফল্য এবং জীবন-যাপন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কেমন ! তারা কীভাবে ভাবেন। ক্যারিয়ার নিয়ে তাদের পরামর্শ কী।  আজ এমনই কয়েকজন বিখ্যাত সফল ব্যাক্তিদের বক্তব্য নিয়ে হাজির হয়েছি যারা নিজেদের জীবন থেকে নেয়া কিছু পরামর্শ দিয়েছেন সবার উদ্দেশ্যে।


85d9c93a101100a057cf3f14741a3bf9-4মার্ক জাকারবার্গ

‘তুমি কি করছো সেটা বড় কথা নয়,কথা হচ্ছে নিজের কাজের জায়গাটিতে নিজেকে অবমূল্যায়ন করো না। প্রত্যেকের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে যা দিয়ে সে ইচ্ছে করলেই পৃথিবীতে পরিবর্তন নিয়ে আসতে পারে।’ (সিইও, ফেইসবুক)

.

ইয়াহু-409x230মেরিসা মেয়ার

‘আমি সবসময় কিছু না কিছু করার চেষ্টা করতাম এমনকি কাজ করার জন্য প্রস্তুতি না থাকলেও। এইভাবেই তোমাকে বেড়ে উঠতে হবে। যখন তুমি নিজেকে কঠিন মুহুর্তের মাঝে ঠেলে দিবে সেটাকে মোকাবেলার জন্য সেটা অবশ্যই তোমাকে নতুন কোনো গতিপথ দেখাবে। তাই নিজেই নিজেকে অনুপ্রাণিত করো শক্ত পরিস্থিতিকে মোকাবেলার জন্য।’  (সিইও, ইয়াহু )

.

buffett_prothom24ওয়ারেন বাফেট

‘অর্থের জন্য জীবন নয়। তুমি যা করতে পছন্দ করো সেটা করতে পারছ না। তুমি হয়ত সেটাই করতে যদি তোমার অর্থের প্রয়োজন না থাকতো। কাজে আনন্দ খোঁজা উচিত। অর্থ এমনিতেই আসবে।’ (সিইও, বার্কশায়ার হ্যাথওয়ে)

.

CdvUGnvসুশান কেইন

আইডিয়াগুলোকে নিজের ব্যাক্তিগত জ্ঞান এবং ইচ্ছাশক্তি দিয়েই এগিয়ে নেয়া উচিত। স্বপ্নের আইডিয়াগুলোকে খুব ঝাঁকজমকভাবে প্রকাশের কিছুই নেই। খাঁটি জিনিস হলে মানুষ তা এমনিতেই অনুভব করে নিতে পারবে। (কো ফাউন্ডার, কোয়াইট রিভোলুশ্যন)

.

2012-10-09-16-46-29-507454e5aefec-untitled-20এলন মাস্ক

‘ব্যার্থতা একটি গুরুত্বপূর্ন হাতিয়ার। যদি কেউ ব্যার্থই না হয় তার মানে সে যথেষ্ট পরিমাণে নতুন কিছু উদ্ভাবন করতে পারেনি। তাই ব্যার্থ হওয়ার ভয় পাওয়া চলবে না।’ (প্রতিষ্ঠাতা, পে-পাল)

.

cpoওয়েন্ডি কপ

‘অনেক সফল শিক্ষকদের মাঝে অনেকেই আছেন যারা হয়ত ইশ্বরপ্রদত্ত প্রতিভাবান নন। তবে তারা জানেন কীভাবে শিক্ষার্থীকে সঠিকভাবে অনুপ্রেরণা দিয়ে সবচেয়ে ভালো ফল বের করে আনতে হয়। প্রতিভা সকল ক্ষেত্রে কাজে লাগে না যদি না তাকে কাজে লাগানো হয়। ( প্রতিষ্ঠাতা, টেক ফর এমেরিকা)

.

Guy-Kawasaki-13গাই কাওয়াসাকি

‘যখন আমি বুঝতে পারি কোনো বিষয়ে আমার স্বভাবজাত দক্ষতা কম তখন সেটাকে সমন্বয় করতে আমার ইচ্ছাশক্তিকে কাজে লাগাই। পরিশ্রম করে করে সেটা অর্জনের চেষ্টা করি। এটাই আমার জীবনের সাফল্যের গোপন সূত্র। (প্রধান উপদেষ্টা ও মার্কেটিং স্পেশালিস্ট, ক্যানভা )

সুত্র : রিডার্স ডাইজেস্টfavicon59

Sharing is caring!

Leave a Comment