মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংএ ক্যারিয়ার

মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংএ ক্যারিয়ার

  • এস এম রাসেল

প্রযুক্তির কল্যাণে দ্রুত পরিবর্তন হচ্ছে বিশ্ব। প্রযুক্তি প্রতিনিয়ত আমাদের লাইফ স্টাইল পরিবর্তন করে দিচ্ছে। এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে মোবাইল ফোন, যা মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হিসেবে জায়গা করে নিয়েছে। মোবাইল ফোন ছাড়া আজ আমাদের এক মুহূর্তও চলে না। মোবাইল ফোন শুধু টেলিফোন হিসেবে ব্যবহার করাই আজ আর একমাত্র কাজ নয়। বিনোদন, ব্যবসায়িক ও সাংগঠনিক যোগাযোগ এবং এমনকি ব্যক্তিগত সহকারীর ভূমিকায়ও ব্যবহার করা যাচ্ছে। এত সব কার্যকারিতার পেছনে মূল ভূমিকা পালন করে মোবাইল সফটওয়্যার বা এপ্লিকেশন। এ এপ্লিকেশন তৈরিতে প্রয়োজন দক্ষ ও উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যা এ মুহূর্তে বিশ্বব্যাপী ব্যাপক সঙ্কট।

বিশ্বখ্যাত ডাইস সার্ভে উল্লেখ করেছেন মোবাইল এপ্লিকেশন ডেভেলপারদের গড় বেতন বছরে প্রায় ৭৬ হাজার ডলার। বাংলাদেশী টাকায় মাসে প্রায় পাঁচ লাখ টাকা।

আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিতে পরবর্তী দুইটি অপশন কাজে লাগিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। কর্মসংস্থান হতে পারে বহু ইয়ং টেলেন্টদের। দেশ হতে পারে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। কিন্তু বড় কথা হচ্ছে মোবাইল এপ্লিকেশন ডেভেলপ করার জন্য প্রশিক্ষিত জনবল কোথায়?  আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে মোবাইল অ্যপ্লিকেশন ডেভেলপমেন্ট বিষয়ক তেমন কোন কোর্স পড়ানো হয় না।

ফলে মোবাইল এপ্লিকেশন ডেভেলপারের দারুন সংকট চলছে বাংলাদেশেও। এ লক্ষ্যে দক্ষ ডেভেলপার প্রস্তুত করার জন্য দু একটি প্রতিষ্ঠান সম্প্রতি এন্ড্রয়েট ও আইফোন সম্পর্কিয় প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ গ্রহণি করেছে। এর মধ্যে ডেফোডিল ইনষ্টিটিউট অব আইটি অন্যতম। ডিআইআইটি চার মাস মেয়াদী শর্ট কোর্স এবং পাশাপাশি এক বছর মেয়াদী ডিপ্লোমা ইন মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে প্রশিক্ষণ প্রদান শুরু করেছে। এইচএসসি/ অনার্স শিক্ষার্থীরা এ কোর্সে অংশগ্রহন করতে পারবেন। পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। অধিকতর যোগ্যতা সম্পন্নরাও আবেদন যোগ্য।

 ডিআইআইটির উক্ত প্রোগ্রামটির মান নিয়ন্ত্রণ ও সহযোগিতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি এ্যান্ড ইন্ডাস্ট্রি এলায়েন্স। ৪ মাস মেয়াদী প্রোগ্রামটিতে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থী বা কর্মজীবীদের জন্য রয়েছে সন্ধ্যাকালীন ব্যাচ। ৪ মাস মেয়াদী শর্ট কোর্সের ফি ১৫ হাজার টাকা ও ১ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মোবাইল এপ্লিকেশন কোর্সেও ফি ৬০ হাজার টাকা, যা মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য। বর্তমানে ডিআইআইটিতে ভর্তি চলছে।

যোগাযোগঃ 

ঢাকা ক্যাম্পাস : +৮৮ ০২ ৯১৩৮১৩৯, ০১৭১৩৪৯৩, ১৯/১, পান্থপথ, ঢাকা-১২০৫,ইমেইল : einfo@diit.info

চট্টগ্রাম ক্যাম্পাস : বাড়ি- ৩০৮/৪৬৩, বেপারী পাড়া মোড়, আগ্রাবাদ এক্সেস রোড, চট্টগ্রাম। ফোন: ০৩১-২৫১৫৩৮০-৮১, ০১৭১৩৪৯৩২৫৭।favicon59

 

Sharing is caring!

Leave a Comment