শেখা চাই নতুন ভাষা

শেখা চাই নতুন ভাষা

  • মারুফ ইসলাম

‘বাংলাদেশের যেসব দেশে যোগাযোগ বেশি, সেগুলোর প্রায়গুলোতেই ইংরেজি প্রচলিত। তবু, চাকরি বা শিক্ষার জন্য যাঁরা বিদেশে যেতে ইচ্ছুক, তাঁদের জন্য সেই সেই দেশের ভাষা জানা খুবই প্রয়োজন।’ এভাবেই তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব সম্পর্কে বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) পরিচালক মুহাম্মদ আবদুর রহীম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ল্যাংগুয়েজের একাডেমিক সমন্বয়কারী সাফাত বারী বলেন, ‘আমাদের মাতৃভাষা বাংলা। সেদিক থেকে আমাদের দ্বিতীয় ভাষা হলো ইংরেজি। ইংরেজির পর আমরা তৃতীয় ভাষা হিসেবে নিজেদের পছন্দমতো যেকোনো ভাষা শিখতে পারি। তবে শিক্ষার্থীকে তা গুরুত্বের সঙ্গেই করতে হবে। কারণ ভাষা এমন একটি মাধ্যম, যেটির তত্ত্বীয় জ্ঞানের চেয়ে প্রায়োগিক জ্ঞানের গুরুত্ব অধিক। শুধু লিখতে ও পড়তে পারলেই হবে না, তা শোনা ও বলার দক্ষতা যেন ভালো হয়।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের অধ্যাপক খালেকুজ্জামান বলেন, ‘উচ্চশিক্ষা, ব্যবসা-বাণিজ্য বা অভিবাসন—যে উদ্দেশ্যেই ভাষা শিখুন না কেন, সেই ভাষা শেখার জন্য গ্রহণযোগ্য ভাষা-শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখুন। নতুবা সময় ও পরিশ্রম আপনার কাঙ্ক্ষিত দেশে গিয়ে কোনো কাজে না আসতে পারে।’

কার কোনটি প্রয়োজন?
কার জন্য কোন ভাষা দরকারি—সেটি ঠিক করতে হবে সবার আগে। দ্বিতীয় ভাষা ইংরেজির পাশাপাশি ফরাসি, জার্মানি, স্প্যানিশ, চীনা, জাপানি, আরবি—এই ভাষাগুলোর মধ্যে যেকোনো একটি তৃতীয় ভাষা বেছে নিতে পারেন আপনার আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী।

ফরাসি: ফরাসি ভাষা এখন প্রচলিত আছে ইউরোপের ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়ামসহ আরও অনেক দেশে। শুধু তা-ই নয়, কানাডাতেও ফরাসি ভাষা জানা থাকলে কদর বাড়ে। এ ছাড়া ভিয়েতনাম, লাউস, কঙ্গো, নাইজেরিয়াসহ আরও নানা দেশে ফরাসি ভাষার ব্যবহার স্বীকৃত। তাই এই ভাষা জানা এসব দেশে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে সহায়ক হবে বলে জানান ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফরাসি ভাষা বিভাগের প্রধান বিপুল চন্দ্র দাশ।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আঁলিয়স ফ্রঁসেজ ছাড়াও ফরাসি ভাষা শেখার সুযোগ রয়েছে নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে।

জাপানি: ‘ছোটবেলায় বিটিভিতে জাপানের প্রামাণ্যচিত্র দেখে দেখে জাপানি শিল্প-সংস্কৃতির প্রতি ভালো লাগা তৈরি হয়েছিল। সেই ইচ্ছা থেকেই ভর্তি হয়ে যাই জাপানি ভাষায়। ইচ্ছা আছে জাপানে পড়তে যাওয়ার।’ এভাবেই বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলের জাপানি সিনিয়র কোর্সের শিক্ষার্থী আরিফুর রহমান।
আইএমএলের জাপানি ভাষার সহকারী অধ্যাপক নুরুল ইসলাম মুজিব বলেন, প্রযুক্তিগত দক্ষতার দিক থেকে জাপান আজ অনেক উন্নত রাষ্ট্র। অনেকেই এখন জাপানে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী। তাঁদের জন্য জাপানি ভাষা জানা খুব সহায়ক ভূমিকা রাখতে পারে। শিক্ষার ওপর জাপানের মনভো কাজাকোসো বৃত্তি রয়েছে। এ ছাড়া জাপান সরকার, জাপান ফাউন্ডেশন বৃত্তি, জাপান ল্যাংগুয়েজ স্কলারশিপ ফাউন্ডেশন জাপানে উচ্চশিক্ষার ওপর মেধা অনুযায়ী বৃত্তি প্রদান করে থাকে। জাপানি ভাষা জানা থাকলে শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রে নয়, চাকরির ক্ষেত্রেও সুযোগ অবারিত হতে পারে।

চীনা: উন্নত দেশগুলোর অন্যতম চীন। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ক্রমাগত এগিয়ে চলেছে চীন। ‘চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে চীনা ভাষা শিখতে শুরু করি।’ এভাবেই বলছিলেন চীনা ভাষা শিক্ষার্থী ফয়সাল হোসেন। আইএমএলের জেসিকা আলম অবশ্য চীনা ভাষা শিখছেন চীনা ভাষায় উচ্চশিক্ষা অর্জনের জন্য।
পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে চায়না টাউন। এই ভাষা জানা থাকলে সেসব জায়গায় ব্যবসা-বাণিজ্য করা সম্ভব হয়। এ ছাড়া কম্পিউটার বিজ্ঞান, পুরকৌশল ও বিবিএ, এমবিএ প্রভৃতি বিষয়ে পড়ার জন্য চীনের বেশ সুনাম আছে, বললেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের চীনা ভাষার প্রশিক্ষক আফজাল হোসেন।

স্প্যানিশ: ল্যাটিন আমেরিকার দেশগুলো, স্পেন, ফিলিপাইনসহ বিশ্বের মোট ২৯টি দেশে প্রচলিত এই স্প্যানিশ ভাষা। অর্থাৎ স্প্যানিশ ভাষা জানা থাকলে পৃথিবীর প্রায় বহু দেশে অভিবাসন, উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ রয়েছে। এভাবেই বললেন আইএমএলের স্প্যানিশ ভাষার শিক্ষক হেলাল উদ্দীন।
স্থাপত্য, প্রকৌশল, বিবিএ, এমবিএ, সমাজবিজ্ঞান বিভিন্ন বিষয় নিয়ে যাঁরা উচ্চশিক্ষায় আগ্রহী, তাঁরা আবেদনের বাড়তি যোগ্যতা হিসেবে এই ভাষা যোগ করতে পারেন।

জার্মান: ইমরুল, ফাহিম ও জেসিকে প্রায়ই দেখা যায় বিচিত্র এক ভাষায় কথা বলতে। অবশ্য ভাষাটি বিচিত্র নয়। আধো আর ভাঙা ভাঙা উচ্চারণে বলেন বলে বিচিত্র লাগে। তাঁরা তিনজনই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে জার্মানিতে উচ্চশিক্ষার ইচ্ছা তাঁদের।
আইএমএলের জার্মান বিভাগের শিক্ষক তমা তৌহিদ বলেন, জার্মান ভাষা ইউরোপের বিভিন্ন দেশে যেমন—অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ ও কানাডায় প্রচলিত। এসব দেশে যদি কেউ উচ্চশিক্ষায় আগ্রহী হন, তাহলে এই ভাষা জানা থাকলে সুবিধা হবে। বিশেষ করে যাঁরা প্রকৌশল, সমাজবিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিষয় নিয়ে পড়তে আগ্রহী। তা ছাড়া, এসব দেশে চাকরি, ব্যবসা-বণিজ্য ও অভিবাসনের জন্যও এই ভাষা জানা থাকলে কাজে লাগবে।
জার্মান কালচারাল সেন্টার ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্মান ভাষা শেখার সুযোগ রয়েছে।

আরবি: প্রধানত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরবি ভাষা প্রচলিত। যাঁরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাকরি, ব্যবসা-বাণিজ্য ও উচ্চশিক্ষার জন্য যেতে চান, তাঁদের এই ভাষা অবশ্যই শেখা উচিত। এভাবেই বললেন আইএমএলের আরবি বিভাগের শিক্ষক মুহাম্মদ আবদুর রহীম।
শুধু জার্মান, ফরাসি, স্প্যানিশ, চীনা, জাপানি ও আরবি নয়; বাংলা-ইংরেজির বাইরে যেকোনো একটি তৃতীয় ভাষা জানা আপনার বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে চাকরি, উচ্চশিক্ষাসহ সব ক্ষেত্রে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষার ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে যেকোনো একটিতে ভর্তি হয়ে যেতে পারেন আপনিও।

ঢাকা বিশ্ববিদ্যালয়
এ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বিভিন্ন বিদেশি ভাষা শেখানো হয়। ইংরেজি ছাড়াও চীনা, ফরাসি, জার্মানি, জাপানি, স্প্যানিশ, রুশ, তুর্কি, আরবি ও কোরিয়ান—এই ভাষাগুলো শেখানো হয় এখানে। জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা ও উচ্চতর ডিপ্লোমা কোর্স করানো হয় ধাপে ধাপে। প্রতিটির মেয়াদ এক বছর (১২০ ঘণ্টা)। এ ছাড়া প্রতিটি ভাষায়ই ৬০ ঘণ্টার শর্ট কোর্স রয়েছে।
ভর্তির যোগ্যতা: প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বাইরের শিক্ষার্থীরাও এখানে ভর্তি হতে পারবেন। আবেদনপত্র সংগ্রহ ও জমা: ৪মে-৫ জুন। ভর্তি পরীক্ষা ৮-৯ জুলাই।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা ইনস্টিটিউটের নাম সেন্টার ফর ল্যাংগুয়েজ। চীনা, ফরাসি, স্প্যানিশ, জাপানি ও আরবি ভাষা শিক্ষার সুযোগ আছে সেখানে। সকাল ও সন্ধ্যায় ক্লাস হয়। ৩০ ঘণ্টার কোর্স করতে লাগে তিন থেকে চার হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্যরাও এই কোর্সে অংশ নিতে পারেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
মডার্ন ল্যাংগুয়েজ ইনস্টিটিউট ও কনফুসিয়াস সেন্টার দুটি পরিচালিত হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধীনে। চীনা, ফরাসি, আরবি ভাষা শিক্ষা দেওয়া হয় তিন মাস মেয়াদি চারটি সেমিস্টারে। প্রতি সেমিস্টারের খরচ পড়বে পাঁচ হাজার টাকা।

ড্যাফোডিল ইন্সটিটিউ অব ল্যাংগুয়েজ
এই প্রতিষ্ঠানে আরবী, ফারসি, চীনা, স্প্যানিশ, ইতালিয়ান, জার্মান, মালয়, কোরিয়ান ও জাপানিজ ভাষা শেখার জন্য স্বল্প মেয়াদী ও ডিপ্লোমা কোর্স রয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন : ড্যাফোডিল টাওয়ার-৫, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন: +(৮৮০-২)৮১৩০৮৬৪, ৮১২৯১৭৭। ইমেইল: dil@daffodilvarsity.edu.bd

তৃতীয় কোনো ভাষা শিখে নিজের জীবনবৃত্তান্তে বিশেষ যোগ্যতা যোগ করতে আপনি নিশ্চয়ই আর দেরি করবেন না। কারণ, আপনি আজ শুধু ব্যক্তি মানুষ নন, আপনি আজ বিশ্ব মানুষও বটে।

তথ্যঋণ : প্রথম আলো favicon59

Sharing is caring!

Leave a Comment