খুদে সাংবাদিকদের কাজ করার সুযোগ

খুদে সাংবাদিকদের কাজ করার সুযোগ

  • ক্যারিয়ার ডেস্ক 

নতুন একটি সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান ‘আমরাও পারি চাইল্ড নিউজ অব বাংলাদেশ’  নির্মাণ করতে যাচ্ছে দেশের প্রথম খুদে গণমাধ্যম প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রযোজনা সংস্থা এ আর কিডস মিডিয়া।

প্রতিষ্ঠানটি আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সংবাদভিত্তিক অনুষ্ঠানে খেলা, বিনোদন, কৃষিসহ মোট ৩০ জন খুদে সাংবাদিক নেওয়া হবে। তাদের রিপোর্টার ও সংবাদ উপস্থাপক হিসেবে কাজ শেখাতে প্রথমে নিজস্ব প্রশিক্ষক দিয়ে পরে বাংলাদেশ সরকারের সহযোগিতায় আবারও প্রশিক্ষণ দেওয়া হবে।

এজন্য আগ্রহীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। ৯ থেকে ১৭ বছর বয়সী যেকোনো বাংলাদেশি শিক্ষার্থী এতে অংশ নিতে পারবে।

লিখিত পরীক্ষা উত্তীর্ণরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষায় সব প্রশ্নই সৃজনশীল থাকবে যে কারণে কোনো বই পড়ার দরকার হবে না।

মৌখিক পরীক্ষায় থাকবে বিভিন্ন বেসরকারি চ্যানেল, জাতীয় সংবাদপত্র, অনলাইন পত্রিকার বিভিন্ন বার্তা সম্পাদক, বার্তা প্রযোজক ও সিনিয়র সাংবাদিকরা।

ভর্তি পরীক্ষার তারিখ : ২৯ জানুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি। চলবে সকাল ৯ টা থেকে ১১টা এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত।

পরীক্ষা হবে এ আর কিডস মিডিয়া, ইঞ্জিনিয়ার ভবন আরামবাগ, ঢাকায়।

নাম নিবন্ধন করতে মুঠোফোনে নাম, বয়স, অবস্থান লিখে পাঠাতে হবে ০১৬৭৫৭৭১৪৫৪ নম্বরে।favicon59

Sharing is caring!

Leave a Comment