টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
- ক্যারিয়ার ডেস্ক :
বর্তমান চাকরি বাজারের এ প্রেক্ষাপটে সুযোগকে কাজে লাগানোর জন্য প্রয়োজন সঠিক ক্যারিয়ার পরিকল্পনা। শিক্ষার্থীদের এ পরিকল্পনায় সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে কর্মমুখী শিক্ষা। আর এ শিক্ষার মধ্যে সবচেয়ে যুগান্তকারী উন্নয়ন ঘটেছে কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের। কারিগরি শিক্ষা সম্প্রসারণের ফলে আমাদের দেশে স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে স্যাটেলাইট কমিউনিকেশন কিংবা অপটিক্যাল ফাইবারসহ ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিংয়ে কম্পিউটার ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের রয়েছে অনন্য অবদান। আর এ সেক্টরটিকে সমৃদ্ধ করে চলেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করা প্রকৌশলীরা।
এ ছাড়া আধুনিক সভ্যতার নগরায়নের মূল কেন্দ্রবিন্দু সিভিল ইঞ্জিনিয়ারিং। আজকের এই সুরম্য নগরায়ন আধুনিকতার নন্দনে নন্দিত করেছে কারিগরি শিক্ষায় শিক্ষিত স্থাপত্যবিদ ও সিভিল ইঞ্জিনিয়াররা। ড্যাফোডিল ফাউন্ডেশন পরিচালিত বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) ২০০৩ সাল থেকে তার যাত্রা শুরু করে বর্তমানে এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল, টেক্সটাইল, গার্মেন্ট ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি চলছে। শিক্ষার্থীরা ভর্তির পর ফ্রি ল্যাপটপ পাবে।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের মেয়াদ ও ভর্তির যোগ্যতা : ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ৪ বছর মেয়াদি ৮ সেমিস্টারে সম্পন্ন হয়। প্রতি সেমিস্টার ৬ মাস অন্তর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সাফল্যের সঙ্গে সম্পন্ন করার পর শিক্ষার্থীরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদপত্র লাভ করে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির নূ্যনতম যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ পেয়ে পাস করতে হবে। এইচএসসি উত্তীর্ণ/অনুত্তীর্ণ বা পরীক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তির জন্য ছাত্রছাত্রীদের বয়স, পাসের সাল ও বিভাগ শিথিলযোগ্য।
যোগাযোগ : রোড-১২, বাড়ি-২/বি, মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা। ফোন : ৮১১০৮১৮, ০১৭১৩৪৯৩২৪৩।