পড়ার বিষয় পর্যটন ও হোটেল ম্যানেজমেন্ট
- ক্যারিয়ার ডেস্ক :
ভ্রমণ প্রিয় মানুষের চাহিদা মেটাতে পর্যটন শিল্পে চাহিদা বাড়ছে প্রশিক্ষিত ও দক্ষ জনবলের। যুগোপযোগী এ পেশায় ক্যারিয়ার গড়তে প্রশিক্ষণ দিচ্ছে দেশের বেশকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। এসব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিলে পেতে পারেন দেশ-বিদেশে পাঁচতারকা হোটেলে ক্যারিয়ার গঠনের সুযোগ।
কোথায় পড়বেন :
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স চালু হয়। বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের আওতাভুক্ত। এইচএসসির পর গ ও ঘ ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে এ বিষয়ে ভর্তি হতে হয়। এ সম্পর্কিত তথ্য জানতে যোগাযোগ করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই বিষেয়ের উপর চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি প্রদান করে থাকে। যোগাযোগ : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১০২/১, শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা।
এছাড়াও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি), ইবাইস ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিসহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।
আন্তর্জাতিক স্বীকৃতি
এ বিষয়ে উচ্চশিক্ষা শেষে বিশ্বের বিভিন্ন দেশের পাঁচতারকা হোটেলে ক্যারিয়ার গঠন করতে সহায়তা করছে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান।যুক্তরাজ্যের অন্যতম এওয়ার্ডিং বডি কনফেডারেশন অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি (সিটিএইচ) ১৯৮২ সাল থেকে হোটেল ও ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ দিয়ে আসছে। নিজস্ব কারিকুলামে ডিপ্লোমা থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গোল্ড স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশন সিলেবাস পরীক্ষা ও সার্টিফিকেট প্রদান করে এ প্রতিষ্ঠানটি।
দেশের বেশকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের নির্ধারিত কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদান করে আন্তর্জাতিক সনদ লাভে সহায়তা করে আসছে। এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও চেইন হোটেলসমূহে ক্যারিয়ার গঠনের সুযোগ পায়।