চাকরির জন্য প্রস্তুত করুন নিজেকে

চাকরির জন্য প্রস্তুত করুন নিজেকে

  • ক্যারিয়ার ডেস্ক

ব্যাংকিং, হিসাবরক্ষণ, মার্কেটিংসহ অন্যান্য ক্ষেত্রে দক্ষতা বা জ্ঞানের পরিধি বাড়াতে চাইলে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যুক্ত হতে পারেন। ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে এসব বিষয়ে প্রচুর বই তো রয়েছেই, আরও আছে ম্যাগাজিন ও ভিডিও।

ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম শিক্ষার্থী ও পেশাজীবীদের কাজে লাগে। এ প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা শিক্ষা, তথ্যপ্রযুক্তি শিক্ষা ও বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। এর মাধ্যমে নিজের দক্ষতাকে বাড়িয়ে নেয়া যায়। অনেকেই উচ্চশিক্ষার্থে বিদেশে যেতে চান। এ জন্য আইইএলটিএস প্রয়োজন। ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে রয়েছে যথেষ্ট সুযোগ-সুবিধা। যা ব্যবহার করে আইইএলটিএসে ভালো নম্বর তোলা যায়। ইন্টারনেটের মাধ্যমে বৃত্তির তথ্য পাওয়ার সুযোগ রয়েছে এখানে।

এছাড়া বাংলাদেশের প্রায় সব জেলাতেই কাজ করে ব্রিটিশ কাউন্সিল। কানেকটিং স্কুল, পরিবেশ, জলবায়ু, নারী, সিটিজেন, ইন্সপায়ার, গবেষণা, ফার্মেসিসহ নানা বিষয় নিয়ে কাজ করে এরা। এখানে পড়াশোনার পাশাপাশি অনেক কাজ করারও সুযোগ আছে আপনার।

ব্রিটিশ কাউন্সিলের রিসোর্স সেন্টার ম্যানেজার সারওয়াত মাসুদা রেজা বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল সামাজিক উন্নয়ন বিষয়ে জোরালো ভূমিকা রাখে। এছাড়া ইংরেজি শিক্ষার প্রসারে কাজ করে প্রতিষ্ঠানটি। সাংস্কৃতিক সমন্বয় সাধনেও কাজ করে ব্রিটিশ কাউন্সিল।’

চাকরির বাজারে নিজেকে তৈরি করার জন্য জানার কোনো বিকল্প নেই। ব্রিটিশ কাউন্সিলে রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি। রাজনীতি, সমাজনীতি, বিজ্ঞান, আইন, চিকিৎসা, শিক্ষা, জেন্ডারসহ অনেক বিষয়ভিত্তিক পাঠ্যবইয়ের এক বিশাল সম্ভার এটি। ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির সদস্য হয়ে বইপড়ার মাধ্যমে নিজের জানার পরিধিকে বিস্তৃত করতে পারেন।

সারওয়াত মাসুদা রেজা জানান, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের অনেক সুযোগ রয়েছে এখানে। গ্রন্থাগারের ইংলিশ জোনে আছে ইংরেজি ভাষা সাহিত্য, ব্যাকরণ, পাঠ, লেখা, শোনা ও ভোকাবুলারিসহ বিভিন্ন বিষয়ের ওপর পাঁচ হাজারেরও বেশি বই, অডিও ও ভিডিও ক্যাসেট এবং সিডি, যা ইংরেজি জানতে ও শিখতে বেশ সহায়ক। আইইএলটিএস পরীক্ষার জন্যও খুব কার্যকরি ভূমিকা রাখে এসব। আর অনেক চাকরিতেই এখন ইংরেজিতে দক্ষতার বিষয়টি দেখে থাকে। তাই ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির সঙ্গে যুক্ত হয়ে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে তৈরি করতে পারেন। জানা গেছে, লাইব্রেরির ৩ মাসের সদস্য চাঁদা ৭০০ টাকা, ৬ মাসের জন্য ১২০০ টাকা এবং এক বছরের সদস্য চাঁদা ২০০০ টাকা।

পেশাবিষয়ক কোনো বিদেশি জার্নাল এখানে বসে ইন্টারনেটে পড়া যাবে। তাকে মুদ্রিত কপি সংগ্রহ করতে হবে না। যুক্তরাজ্যের বৃত্তির তথ্যও পাওয়া যাবে ইন্টারনেটে। ঘরে বসেই অনলাইনে এসব সেবা পাওয়া যাবে। তবে তার জন্য ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির সদস্য হতে হবে। সদস্য হলে একটি নাম (ইউজার নেম) ও পাসওয়ার্ড দেবে, যা ব্যবহার করেই আপনি ইন্টারনেটে এসব সেবা পেতে পারেন। এতে রয়েছে কয়েকশ’ অক্সফোর্ড জার্নাল, অভিধান, গবেষণাপত্রসহ অনেক কিছুই, যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজের জানার পরিধিকে বিস্তৃত করার মধ্যদিয়ে নিজের সুন্দর ক্যারিয়ার গড়তে পারেন।

বর্তমান সময়ে ব্যবসায় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে দক্ষতা বাড়িয়ে একদিকে যেমন চাকরিপ্রার্থীরা নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন। অন্যদিকে পেশাজীবীরাও উপকৃত হতে পারেন। এ বিষয়ে দক্ষতা বাড়াতে ব্রিটিশ কাউন্সিলে রয়েছে বিজনেস ম্যানেজমেন্ট জোন। ব্যাংকিং, হিসাবরক্ষণ, মার্কেটিংসহ অন্যান্য ক্ষেত্রে দক্ষতা বা জ্ঞানের পরিধি বাড়াতে চাইলে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যুক্ত হতে পারেন। ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে এসব বিষয়ে প্রচুর বই তো রয়েছেই, আরও আছে ম্যাগাজিন ও ভিডিও। ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য সারা বছর ধরেই ব্রিটিশ কাউন্সিল সেমিনার ও ভিডিও শো’র আয়োজন করে থাকে। এ ছাড়া প্রতি দুই মাসে একবার এ বিষয়ে কর্মশালারও আয়োজন করা হয়।

সূত্র : ইত্তেফাকfavicon59

Sharing is caring!

Leave a Comment