কেন সান্ধ্যকালীন এমবিএ
- ক্যারিয়ার ডেস্ক
আমাদের দেশের শিক্ষার্থীদের কাছে এমবিএ বা মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের চাহিদা দিন দিন বেড়েই চলছে। বর্তমান বিশ্বে এমবিএ প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনায় সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে এরই মধ্যে বেশ কয়েকটি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়মিতর পাশাপাশি চালু করা হয়েছে সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রাম।
কেন সন্ধ্যাকালীন এমবিএ
সন্ধ্যাকালীন প্রোগ্রাম অনেক শিক্ষার্থীকে এমবিএ করার একটি আলাদা পথ করে দিয়েছে। জীবনের নানা ব্যস্ততায় স্নাতক শেষ করার পর যাঁরা এমবিএ করতে পারেন না তাঁদের জন্য সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রাম বাড়তি সুযোগ সৃষ্টি করেছে।
ক্লাসের সময় ও কোর্স
অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রামের ক্লাস পরিচালিত হয়। নিয়মিত ও এক্সিকিউটিভ_দুটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। শুধু চাকরিজীবী এবং অনিয়মিতরা এক্সিকিউটিভ ক্যাটাগরিতে ভর্তি হতে পারেন। দুই বছর মেয়াদি এই প্রোগ্রামে ২০টি কোর্স করতে হয়। প্রতিটিতে তিনটি করে মোট ৬০টি ক্রেডিট রয়েছে। বিশ্ববিদ্যালয় ভেদে সময় ও কোর্স সংখ্যার পার্থক্য রয়েছে।
সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রাম রয়েছে। বছরের বিভিন্ন সময়ে এই প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য অনুষদের অধীনে ৮টি বিষয়ে সন্ধ্যাকালীন এমবিএ পড়া যায়। এগুলো হচ্ছে_ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল বিজনেস। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনেও (আইবিএ) সন্ধ্যাকালীন এমবিএ পড়ার সুযোগ রয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অর্থনীতি, ব্যবস্থাপনা, রিসার্চ মেথোডলজি এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে হিউম্যান রিসোর্স, ফিন্যান্স, মার্কেটিং বিষয়ে এমবিএ করা যায়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে বাণিজ্যের প্রায় সব বিষয়ে সান্ধ্যকালীন এমবিএ করার সুযোগ রয়েছে। এ ছাড়া ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন এমবিএ পড়া যায়।
ভর্তির যোগ্যতা ও সময়
যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা শিক্ষার্থীরা সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তি হতে পারেন। এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষার ফলাফলে পৃথকভাবে জিপিএ-২.৫ থেকে ৩ থাকলে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধীনে প্রতিবছর মার্চ-এপ্রিল এবং সেপ্টেম্বর-অক্টোবরে দুটি সেমিস্টারে পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ফেব্রুয়ারি-মার্চের মধ্যে সন্ধ্যাকালীন এমবিএ-তে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেমন খরচ হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রাম করতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রায় দুই লাখ টাকা, বাণিজ্য বা মানবিক বিভাগের শিক্ষার্থীদের এক লাখ ২০ হাজার টাকার মতো খরচ হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খরচ হয় ৭০ হাজার টাকা।
এ ছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুই লাখ ৫০ হাজার থেকে তিন লাখ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দেড় থেকে দুই লাখ, ব্র্যাক ইউনিভার্সিটিতে দেড় থেকে তিন লাখ পঁচিশ হাজার, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে নিয়মিত শিক্ষার্থীদের তিন লাখ ৫০ হাজার এবং এক্সিকিউটিভ শিক্ষার্থীদের দুই লাখ ৮০ হাজার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিয়মিত শিক্ষার্থীদের দুই লাখ ৬২ হাজার এবং এক্সিকিউটিভ শিক্ষার্থীদের দুই লাখ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে নিয়মিতদের দুই লাখ ১৬ হাজার এবং এক্সিকিউটিভ শিক্ষার্থীদের এক লাখ ৬৩ হাজার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নিয়মিত শিক্ষার্থীদের দুই লাখ ৯৬ হাজার এবং এক্সিকিউটিভ শিক্ষার্থীদের দুই লাখ ১৪ হাজার টাকা খরচ হয়।
কোথায় পড়বেন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ডিন অফিস, বাণিজ্য অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ফোন : ৮৬৩২৯৫, ৯৬৬১৯২০-৭৩/বর্ধিত : ৪৩৬০
রাজশাহী বিশ্ববিদ্যালয়
পরিচালক, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
ফোন : ০৭২১-৭৫১৫০৮, ৭৫০০৪১-৯/বর্ধিত : ৪১৬৭
ড্যাফোডিল ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটি
প্রধান ক্যাম্পাস
১০২ ও ১০২/১, শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা। ফোন : +৮৮০২ ৯১৩৮২৩৪-৫, ৯১১৬৭৭৪, ৯১৩৬৬৯৪
নর্থ সাউথ ইউনিভার্সিটি
প্লট : ১৫, ব্লক : বি, বারিধারা, ঢাকা। ফোন : ৮৮৫২০০০
ব্র্যাক ইউনিভার্সিটি
৬৬ মহাখালী, ঢাকা
ফোন : ৮৮২৪০৫১-৪, ৮৮৫৩৯৪৮-৯
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
৪৩, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা
ফোন : ৮৮১১৩৮১, ৯৮৮২৩০৮
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
বাড়ি : ৫৬, সড়ক : ৪/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।
ফোন : ৯৬৬১২৫৫, ৯৬৬১৩০১
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
বাড়ি : ৮০, সড়ক : ৮/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।
ফোন : ৯১২৫৯১২