চাকরির আবেদন অনলাইনে?
- ক্যারিয়ার ডেস্ক
অনলাইনে চাকরির আবেদন করার আগে কিছু ব্যাপার খেয়াল রাখা জরুরি। চলুন সে রকম ব্যাপারগুলোতে চোখ বুলানো যাক:
পদের আদ্যোপান্ত : কোন পদের জন্য আবেদন করছেন, সে বিষয়টি শুরুতেই ভালোভাবে পড়ে নিন। আর নিজেকে যাচাই করে নিন, সেই পদের বিপরীতে যে ধরনের দক্ষতা চাওয়া হয়েছে, তা আপনার মধ্যে আছে কি-না।
কাভার লেটারের গুরুত্ব : কোম্পানিটি যদি ‘কাভার লেটার’ আবশ্যক-এমন নোটিশ দিয়ে থাকে, তাহলে সেটিকে এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। বরং একটি স্বচ্ছ-সুন্দর কাভার লেটার সংযুক্ত করুন।
সিভির মহিমা : সময় নিয়ে সিভি তৈরি করুন। আর সেটি সাবমিট করার আগে, প্রয়োজনীয় কী-ওয়ার্ডগুলো একবার পরখ করে নিন।
পরিপূর্ণতা : আবেদন ফর্মে যে সব ফিল্ড দেওয়া আছে, তার সবগুলো খুব সতর্কভাবে পূর্ণ করুন। খেয়াল রাখবেন, আবেদন ফর্মটি যেন যথাযথভাবে পূরণ করা হয়।
স্যোসাল নেটওয়ার্ক : চাকরিদাতা প্রতিষ্ঠান যদি আপনার সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক, যেমন: ফেসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদির ঠিকানা উল্লেখ করতে বলে, সে ক্ষেত্রে আপনার পাবলিক স্যোসাল মিডিয়া প্রোফাইলটি পরিচ্ছন্ন ও আপডেট করে তবেই উল্লেখ করুন। আর সেটি সচল রাখুন।
নির্ভুলের নিশ্চয়তা : আবেদনপত্র সাবমিট করার আগে সেটি যথাযথ ও নির্ভুল হলো কি-না- তা ভালো করে পরীক্ষা করুন।